Home রাজনীতি কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ

কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ

by Amir Shohel

কুষ্টিয়ায় রাতের অন্ধকারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার তীব্র প্রতিবাদ জানিয়ে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দ্রুত শাস্তির দাবিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৯ ডিসেম্বর বুধবার সকাল ১১টায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এর আগে, সকাল ১০টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশ স্থলে জড়ো হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, কেন্দ্রীয় যুবলীগ জাতীয় কমিটির সদস্য নুরুল করিম জুয়েল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেলসহ উপজেলার বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ভাষ্কর্যের যারা বিরোধিতা করে, ভাস্কর্য ভাঙার ঘৃণ্য কাজ করেছিলো। তারা দেশ ও জাতির শত্রু। এরা মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির দোসর। এদেরকে বঙ্গবন্ধুর সোনার বাংলা থেকে সমূলে নির্মূল করতে হবে। অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করার জোরালো দাবি জানানো হয়।

ভয়েসটিভি/এএস

You may also like