Home ভিডিও সংবাদ শুরু হয়েছে ট্রেনে করে কোরবানির পশু পরিবহন

শুরু হয়েছে ট্রেনে করে কোরবানির পশু পরিবহন

by Amir Shohel

দীর্ঘ ১৪ বছর পর জামালপুর থেকে চালু হয়েছে ট্রেনে করে কোরবানির পশু পরিবহন।

২৮ জুলাই মঙ্গলবার রাত সাড়ে ১১টায় ২৫ বগি বিশিষ্ট পশুবাহী এ ট্রেনটি জামালপুরের মেলান্দহ রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এর আগে দেওয়ানগঞ্জ ও ইসলামপুর স্টেশন থেকে ট্রেনটিতে কোরবানির পশু তোলা হয়।

গরুর পাইকারা জানায়, কম খরচে এবং নিরাপদে কোরবানির গরু ঢাকায় নিয়ে যেতে তারা খুব উপকৃত হচ্ছেন। তবে পশুর দাম নিয়ে তাদের মধ্যে রয়েছে নানা শঙ্কা।

প্রতিটি গরু ঢাকায় বুকিং করতে খরচ হচ্ছে ৫শ টাকা। আর পুরো বগি বুকিং করতে খরচ হচ্ছে ৮ হাজার টাকা। এতে করে গরু পরিবহনে একদিকে যেমন খরচ কম হচ্ছে। অপরদিকে নিরাপদে গরু ঢাকায় নিয়ে যেতে পেরে খুশি গরুর খামারি ও বেপারিরা।

স্টেশন মাস্টার জনান, কোরবানির পশু পরিবহনে সহজ শর্তে ও কম খরচে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা করেছে রেল বিভাগ।

 

You may also like