Home ভিডিও সংবাদ দেশীয় খাবারে মোটাতাজা হচ্ছে কোরবানির পশু

দেশীয় খাবারে মোটাতাজা হচ্ছে কোরবানির পশু

by Newsroom

টাঙ্গাইল: আসছে কোরবানির ঈদ। তাই কোরবানির পশু পালনে ব্যস্ত সময় কাটাচ্ছেন খামারীরা। তবে এবার টাঙ্গাইলের খামারীরা কোরবানির পশু মোটাতাজা করেছ সম্পূর্ণ দেশী খাবার দিয়ে। ব্যবহার করছে না কোনো রাসায়নিক বা হরমোন। তারপরও গেল বছর পশুর প্রত্যাশিত দাম পেলেও এবার করোনার কারণে লোকসানের আংশকা করছে তারা।

জেলার কয়েকটি খামার ঘুরে দেখা যায় কোরবানির ঈদ উপলক্ষে ঘাটাইল উপজেলায় প্রায় ১৫ হাজার গরু মোটাতাজা করতে দিনরাত কাজ করছে খামারীরা। তবে মোটাতাজা করতে তারা গরুকে খাওয়াচ্ছে দেশি খড়, খৈল, ভুসি, গুড়ের চিটা, চাল-ডাল ও ছোলাসহ নেপিয়ার ঘাস। কিন্তু করোনার প্রভাবে গবাদিপশুর খাবারের দাম বেড়ে যাওয়ায় চিন্তিত খামারীরা। সেইসাথে দেখা মিলছে না গরু কেনাবেচার বেপারী। তাই এবার লোকসানের আশঙ্কা করছে তারা।

তবে এখনো বেচাকেনা শুরু না হওয়ায় পশুপালনে জড়িত শ্রমিকদের মাঝেও তৈরি হয়েছে হতাশা।

ঘাটাইল উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল মান্নান জানান, করোনার কারণে বেপারীর দেখা না মেলায় অনলাইনে গরু বিক্রির কথা ভাবতে হচ্ছে। এ বছর কোরবানির জন্য টাঙ্গাইলে প্রায় ২ লাখ গবাদিপশু লালন পালন করা হয়েছে।


ভয়েসটিভি/টাঙ্গাইল প্রতিনিধি/দেলোার

You may also like