Home খেলার খবর অধিনায়ক হিসেবে বিরাট কোহলির স্থলাভিষিক্ত রাহানে

অধিনায়ক হিসেবে বিরাট কোহলির স্থলাভিষিক্ত রাহানে

by Imtiaz Ahmed

আগামীকাল ১৭ ই ডিসেম্ভর, বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার চার টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফি। অ্যাডিলেইড টেস্ট খেলেই অস্ট্রেলিয়া ছাড়বেন বিরাট কোহলি। কোহলির অবর্তমানে ভারতকে নেতৃত্ব দিবেন অজিঙ্কা রাহানে।

প্রথম টেস্টের পর পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরবেন অধিনায়ক কোহলি। তবে নিজে না থাকলেও রাহানের অধিনায়ত্বে আস্থা রয়েছে তার।

কোহলি বলেন, “আমার বিশ্বাস অধিনায়ক হিসেবে অনেক ভাল করবে সে (রাহানে)।”

টেস্টের আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছে দুদল। ওয়ানডেতে অস্ট্রেলিয়া ও টি-টোয়েন্টিতে ভারত সিরিজ জয় করেছে।

রাহানের “লিস্ট এ” ক্রিকেটে মুম্বাইয়ের হয়ে অভিষেক হয় দিল্লীর বিরুদ্ধে মার্চ ২০০৭ সালে। অভিষেক খেলায় ৬১ রান করেন সাথে ছিলেন অপর অভিজ্ঞ উদ্বোধনী ব্যাটসম্যান ওয়াসিম জাফর, যার ফলে সহজেই মুম্বাই ১৭১ রানের জয় পান।

আরও পড়ুন: মাশরাফির গান আর সাকিবের নাচে মাতোয়ারা ক্রিকেটাররা

ভয়েস টিভি/আইএ

You may also like