Home বিনোদন এবার বিয়ে নিয়ে মুখ খুললেন বনি-কৌশানি

এবার বিয়ে নিয়ে মুখ খুললেন বনি-কৌশানি

by Newsroom
কৌশানি

কলকাতার তরুণ তারকা জুটি বনি-কৌশানির প্রেমের কথা কারও অজানা নয়। চুটিয়ে প্রেম করলেও এতো দিন বিয়ের বিষয়ে মুখ খোলেননি কেউ। এবার বিয়ে নিয়ে মুখ খুললেন কৌশানি।

আগামী ডিসেম্বরেই নাকি রেজিস্ট্রি করছেন বনি-কৌশানি। এমন গুঞ্জন সবখানে। এ বিষয়ে কৌশানি বললেন, আমি কিন্তু প্রেম, সম্পর্ক, কোনও বিষয় নিয়েই লুকোছাপা করিনি। হঠাৎ লুকিয়ে রেজিস্ট্রি কেন করব? এই তো সবে কাজ শুরু হল।

২০২১-এ বিয়ে করার কথা ছিল বনি ও কৌশানির। সেই প্রসঙ্গেই অভিনেতা বনি সেনগুপ্ত বলেন, রেজিস্ট্রি করার কোনও প্ল্যান নেই। করোনার কারণে আমাদের বিয়ে এক বছর পিছিয়ে গেল। ২০২২-এর আগে আমি ও কৌশানি, কেউ বিয়ে নিয়ে ভাবছি না। এখন কাজে মন দিতে হবে।

এদিকে, পরমব্রত চট্টোপাধ্যায়ের প্রযোজনায় নতুন সিনেমাতে কাজ করবেন বনি। ৫ অক্টোবর শুরু হচ্ছে সিনেমার শুটিং। এই সিনেমার শুট করতে বোলপুর যাচ্ছেন বনি।

ভয়েস টিভি/টিআর

You may also like