Home সারাদেশ বিশ্ব কাঁপানো সুন্দরী ক্যান্ডিস সোয়ানপয়েল

বিশ্ব কাঁপানো সুন্দরী ক্যান্ডিস সোয়ানপয়েল

by Amir Shohel

ক্যান্ডিস সোয়ানপয়েল একজন দক্ষিণ আফ্রিকান মডেল এবং সমাজসেবী। মডেল হিসেবে জগৎ জোড়া খ্যাতি তার। ভিক্টোরিয়াস সিক্রেট ফ্যাশন শো’র এক পরিচিত মুখ তিনি। তিনি ফোর্বসের শীর্ষ আয়ের মডেলের তালিকায় ৮ম স্থানে ছিলেন। ২০১৯ সালে তিনি রিভলভস উইমেন অফ দ্য ইয়ার পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি ৫ম বার্ষিক ডেইলি ফ্রন্ট রো অ্যাওয়ার্ডে লঞ্চ অফ দ্য ইয়ার পুরস্কার জিতেছেন।

 

You may also like