Home সারাদেশ রোহিঙ্গা ক্যাম্পে আগুনে ৫জন নিহত : ৯ হাজার ঘরসহ ১২ শ দোকান ভস্মীভূত

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে ৫জন নিহত : ৯ হাজার ঘরসহ ১২ শ দোকান ভস্মীভূত

by Newsroom
ক্যাম্পে আগুনে

কক্সবাজারের উখিয়ায় কয়েকটি রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে অন্তত মারা গেছে ৫ রোহিঙ্গা। পুড়ে গেছে ‘ ৯ হাজার ৬ শ ’ বসতঘর ও বলি বাজার খ্যাত ১২ “শ । তবে এ পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। রোহিঙ্গারা দাবী করছে নিহতের সংখ্যা আরো বেশি। তবে এখনো প্রশাসনের তরফ থেকে কেউ বিস্তারিত জানানো হয় নি।

কক্সবাজারে অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজা নয়ন জানিয়েছেন, সোমবার (২২ মার্চ) বিকাল ৩ টার দিকে বালুখালী ৮-ডব্লিউ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন ধরে। পরে আগুন ক্যাম্পটি সংলগ্ন ৮-এইচ, ৯ ও ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ছড়িয়ে পড়ে।

স্হানীয় রোহিঙ্গাদের বরাত দিয়ে সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাতের কারণ বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।

তবে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়াতে ক্যাম্পগুলো থেকে লোকজনকে অন্যত্রে সরিয়ে নেওয়া হয় বলেও জানান তিনি।

সামছু-দৌজা বলেন, “বিকালে বালুখালীর ৮-ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগে। বাতাসের গতিবেগ বেশি হওয়ায় আগুন দ্রুত পার্শ্ববর্তী ক্যাম্পগুলোতে ছড়িয়ে পড়ে।”

তিনি জানান, স্বেচ্ছাসেবক কর্মী ও স্থানীয়রা মিলে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ কাজে যোগ দেন।
আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে জানিয়ে তিনি বলেন, “ফায়ার সার্ভিসের উখিয়া, টেকনাফ , কক্সবাজার এবং রামুর সবকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ।”

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর চৌধুরী জানান, “৯ হাজার ৬ “শ পরিবারের ঘর, ১২ শতাধিক দোকান একদম পুড়ে গেছে। এ ছাড়া ৫ জন রোহিঙ্গা আগুনে পুড়ে মারা গেছে বলে তথ্য পাওয়া গেছে। ‘

এদিকে একটি সুত্র জানিয়েছেন, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সুত্রপাত বলা হলেও কিছু যুবক কেরোসিন ঢেলে ক্যাম্পে আগুন লাগানোর সময় স্হানীয় লোকজন ধরে পুলিশে সোপর্দ করেছে। তবে কেউ এ বিষয়ে মুখ খুলছে না।

ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতায় ক্যাম্প ইনচার্জ, সিভিল প্রশাসন, পুলিশ, র্যাব বিজিবি, সেনাবাহিনীর সদস্যরাও অংশ নেন।

ভয়েস টিভি/ডি

You may also like