Home বিশ্ব ক্রাইস্টচার্চে হামলা; মামলার রায় শুনানি শুরু

ক্রাইস্টচার্চে হামলা; মামলার রায় শুনানি শুরু

by Newsroom
ক্রাইস্টচার্চে

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলা চালিয়ে ৫১ জন মুসল্লিকে হত্যার ঘটনায় মামলায় উচ্চ আদালতে আসামি ব্রেন্টন ট্যারেন্টের সাজার শুনানি চলছে। এদিকে আজ আদালত কক্ষের ভেতরে ও বাইরে কড়া নিরাপত্তা জোরদার করা হয়।

২৪ আগস্ট সোমবার স্থানীয় সময় সকাল ১০টার পর ক্রাইস্টচার্চের উচ্চ আদালতে ২৯ বছর বয়সী অস্ট্রেলিয়ান নাগরিক ট্যারেন্টের বিরুদ্ধে চার দিনের শুনানি শুরু হয়। এ ঘটনায় ব্রেন্টর ট্যারেন্টের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আদালতে বলা হয়েছে, হামলার দিন আরো মানুষকে হত্যা করার ইচ্ছা ছিল ট্যারেন্টের। ক্রাইস্টচার্চের দুটি মসজিদ পুড়িয়ে দেওয়ার ইচ্ছাও ছিল তার। এ ছাড়া, ক্রাইস্টচার্চে হামলার আগে আরো একটি মসজিদে হামলার পরিকল্পনা করেছিল সে। তবে নৃশংস ওই হামলায় ৫১ জন মুসল্লি শহীদ হন।

বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, ক্রাইস্টচার্চের উচ্চ আদালতে রায় ঘোষণা চলছে। এ সময় নিহত এবং আহতদের পরিবার আদালতে উপস্থিত রয়েছে। রায় ঘোষণা চার দিন স্থায়ী হবে। এ সময় শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীর সামনে তাঁর নৃশংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কেমন আছে, তা তুলে ধরা হবে।

এর আগে এ হামলার ঘটনার এক বছরেরও বেশি সময় পর গত মার্চে সব অপরাধ স্বীকার করে ব্রেন্টন ট্যারেন্ট। ৫১ জনকে হত্যার পাশাপাশি আরো ৪০ জনকে হত্যাচেষ্টা এবং সন্ত্রাসবাদের অভিযোগ ছিল ট্যারেন্টের বিরুদ্ধে, যার সবই স্বীকার করে সে।

২০১৯ সালের ১৫ মার্চ জুমার খুৎবা চলাকালে এ হত্যাকাণ্ড ঘটান অস্ট্রেলিয়ার নাগরিক ব্রেনটন ট্যারান্ট। হত্যা এবং সন্ত্রাসবাদের অভিযোগে তার সাজা ঘোষণা চলছে। ওই ঘটনার পর ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র রাখার আইন কঠোর করেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডান।

ভয়েসে টিভি/টিআর

You may also like