Home খেলার খবর ক্রাইস্টচার্চ টেস্টে ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

ক্রাইস্টচার্চ টেস্টে ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

by Imtiaz Ahmed

বিদায়টা স্মরনীয় করে রাখলেন রস টেলর। বাংলাদেশের শেষ উইকেটটা শিকার করে দলকে এনে দিলেন ইনিংস ব্যবধানে জয়ের স্বাদ। সেই সঙ্গে দীর্ঘ ১৫ বছরের টেস্ট ক্যারিয়ারে ইতি টানলেন

এই কিউই কিংবদন্তী ক্রিকেটার। এবাদত হোসেনকে যখন আউট করলেন, তখন সাদা পোশাকে তার উইকেট সংখ্যা বেড়ে দাঁড়াল তিনটিতে।

প্রথম ইনিংসের ব্যাটিংয়েই মূলত নিশ্চিত হয়ে গিয়েছিল ম্যাচের ফল। মাত্র ১২৬ রানে অলআউট হওয়ার পর ইনিংস পরাজয় এড়াতেই করতে হতো আরও ৩৯৫ রান।

কিন্তু লিটন দাস ব্যতীত আর কেউই বড় ইনিংস খেলতে না পারায় ইনিংস ব্যবধানে হেরেই শেষ হলো বাংলাদেশের নিউজিল্যান্ড সফর।

মাউন্ট মঙ্গানুইয়ে ইতিহাসগড়া ম্যাচে জয়ের জন্য পঞ্চম দিনের প্রথম সেশন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল বাংলাদেশক।

তবে ক্রাইস্টচার্চের হাগলি ওভালে তিন দিনের মধ্যেই বাংলাদেশকে হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ড।

দ্বিতীয় ইনিংসে ২৭৮ রানে অলআউট হয়ে এক ইনিংস ও ১১৭ রানের ব্যবধানে হারলো বাংলাদেশ।

শৈল্পিক ব্যাটিংয়ে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নিয়ে বাংলাদেশের ইনিংস পরাজয় এড়ানোর আশাও বাঁচিয়ে রেখেছিলেন লিটন।

কিন্তু অপরপ্রান্তে তার সঙ্গে বেশিক্ষণ থাকতে পারেননি আর কোনো ব্যাটার। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও হতাশ করেছেন টপঅর্ডার ব্যাটাররা।

You may also like