Home খেলার খবর ক্রিকেটার সাইফ আর ট্রেনার নিকের করোনা পজিটিভ

ক্রিকেটার সাইফ আর ট্রেনার নিকের করোনা পজিটিভ

by Shohag Ferdaus
ক্রিকেটার সাইফ

দুপুরের পর থেকেই নানা গুঞ্জনের পর এবার বিসিবি নিজেই জানালো কোন দু’জন করোনা আক্রান্ত। জাতীয় দলের পেসার সাইফ হাসান এবং ট্রেনার নিক লি’র করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় বিসিবি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এর আগে ১৭ ক্রিকেটার ও ৭ সাপোর্টিং স্টাফের বাসায় গিয়ে গতকাল সোমবার করোনার নমুনা সংগ্রহ করা হয়। বারডেমের বিশেষজ্ঞরা ওই নমুনা সংগ্রহের কাজ করেছেন। ২৪ ঘণ্টা পর সে রিপোর্ট মিলেছে।

বিসিবির পক্ষ থেকে মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম আনুষ্ঠানিকভাবে জানান যে, ১৭ ক্রিকেটার আর ৭ সাপোর্টিং স্টাফের মধ্যে শুধু দুজনের করোনা সংক্রমণ হয়েছে।

সাইফ ছাড়া মুশফিকুর রহীম, তামিম ইকবাল, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, লিটন দাস, সৌম্য সরকার, সাব্বির রহমান রুম্মন, এনামুল হক বিজয়, সাদমান ইসলাম, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব ঠিকই করোনা টেস্টে উৎরে গেছেন।

ভয়েস টিভি/এসএফ

You may also like