Home খেলার খবর জাতীয় দলকে ক্রিকেট খেলার অনুমতি দিল তালেবান

জাতীয় দলকে ক্রিকেট খেলার অনুমতি দিল তালেবান

by Imtiaz Ahmed

১৫ আগস্ট কাবুলের পতনের পর আফগানিস্তানে ক্রিকেট খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও শেষ পর্যন্ত তা অনেকটাই কেটে গেছে। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তান ক্রিকেট দলকে সিরিজ খেলার অনুমতি দিয়েছে তালেবান।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারি বার্তা সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেন।

হামিদ শিনওয়ারি বলেন, আফগানিস্তান ক্রিকেট টিমকে টেস্ট ম্যাচ খেলার জন্য অনুমতি দিয়েছে তালেবান অধীনস্ত প্রশাসন।

গত বছর আফগানিস্তানের সঙ্গে অস্ট্রেলিয়া নিজেদের মাঠে একটি টেস্ট ম্যাচ খেলার কথা থাকলেও মহামারি করোনাভাইরাসের কারণে সেই সূচি পেছানো হয়।

চলতি বছরের নভেম্বরে সে ম্যাচটি অজিদের মাঠে অনুষ্ঠিত হবে। এটি হবে অস্ট্রেলিয়ার মাটিতে আফগানিস্তানের প্রথম টেস্ট ম্যাচ।

এসিবির সিইও আরও বলেন, তালেবান ক্রিকেটকে সমর্থন করে। আমরা তাদের থেকে সবুজ সংকেত পেয়েছি। ক্রিকেট প্রেমীদের জন্য এটি ভালো সংবাদ যে, তালেবান ক্রিকেটকে সমর্থন করে যাবে। এটিই সবচেয়ে বড় বিষয়।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলার আগে চলতি বছরের অক্টোবর-নভেম্বরে দুবাইয়ে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করবেন রশিদ-নবীরা।

শিনওয়ারি জানান, বিশ্বকাপকে সামনে রেখে ক্রিকেটের উন্নতির জন্য সর্বোচ্চ চেষ্টা করবে তালেবান।

You may also like