Home খেলার খবর ক্রিকেট প্রেমীদের কাছে গেইলের বিশেষ আর্জি

ক্রিকেট প্রেমীদের কাছে গেইলের বিশেষ আর্জি

by Newsroom

লিগ পর্ব থেকেই বিদায় নিয়েছে দল। ক্রিস গেইলের আইপিএল তাই শেষ হয়ে গেছে। তবে ক্রিকেট প্রেমীদের কাছে বিশেষ আর্জি জানালেন ‘ইউনিভার্স বস’ খ্যাত তারকা। ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি ভক্তদের উদ্দেশ্যে বলেছেন, ক্রিকেট বিনোদনে ভরপুর আইপিএল দেখা যেন কেউ না ছাড়েন।

গেইলের দল কিংস ইলেভেন পাঞ্জাবের আইপিএল শেষ হয়ে গেছে রবিবার। শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে হেরে প্লে-অফের লড়াই থেকে ছিটকে যায় গেইলরা।

এবারের আসরের প্রথম সাত ম্যাচে দেখা যায়নি ‘ক্যারিবিয়ান দৈত্য’কে। এরপর মাঠে নেমে ব্যাট হাতে ঝড় তুলেছেন তিনি। পাঞ্জাবও দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় আসরে।

গেইলের দল পাঞ্জাবের আইপিএল শেষ হয়ে গেলেও টুইটারে তিনি ভক্তদের উদ্দেশ্যে লিখেছেন, ‘আমার আইপিএল মৌসুম হয়তো শেষ হয়ে গেল। কিন্তু দয়াকরে আইপিএল দেখা বন্ধ করবেন না। ইউনিভার্স বস আপনাদের ধন্যবাদ জানাচ্ছে।’

ভয়েস টিভি/ডিএইচ

You may also like