Home বিশ্ব ক্লাসে ঢুকে ছাত্রের ঘাড়ে বাঘের থাবা!

ক্লাসে ঢুকে ছাত্রের ঘাড়ে বাঘের থাবা!

by Shohag Ferdaus

ক্লাস করতে গিয়ে চিতাবাঘের মুখে প্রাণ যেতে বসেছিল ভারতের উত্তরপ্রদেশের এক স্কুল পড়ুয়ার। ১ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে আলিগড়ের নিহাল সিংহ ইন্টার কলেজের লাকি রাজ সিংহ নামে ওই শিক্ষার্থী ক্লাসে ঢুকে পড়া একটি চিতাবাঘের হামলায় আহত হয়েছেন।

ক্লাসরুমে চিতাবাঘ ঢোকার সেই রোমহর্ষক সেই দৃশ্য ধরা পড়েছে স্কুলের সিসিটিভি ক্যামেরায়।

স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে হঠাৎই চিতাবাঘটি স্কুল চত্বরে ঢুকে পড়ে। কয়েক জন শিক্ষার্থী তাকে দেখে ফেলার পর হট্টগোল শুরু হওয়ায় স্কুলের একটি শ্রেণি কক্ষে দৌঁড়ে ঢুকে যায়। দরজার সামনেই তার সামনে পড়ে যায় শিক্ষার্থী লাকি। তাকে দাঁত-নখের আঘাতে ক্ষতবিক্ষত করে চিতাবাঘটি। লাকির কথায়, ‘‘ক্লাসে ঢুকতে গিয়ে হঠাৎ সামনে দেখি চিতাবাঘ! সকলে হুড়োহুড়ি করে পালানো চেষ্টা করছিল। সে সময় হঠাৎই চিতাবাঘটি আমাকে আক্রমণ করে।’’

নিহাল সিংহ ইন্টার কলেজের অধ্যক্ষ যোগেশ যাদব জানিয়েছেন, সিসিটিভি ক্যামেরায় চিতাবাঘটির অবস্থান দেখে স্কুলের দরজা বন্ধ করে সেটিকে বন্দি করা হয়। এর পর খবর দেওয়া হয় বন দফতরে। বনকর্মীরা গিয়ে বন্যপ্রাণীটিকে উদ্ধার করে। যোগেশ বলেন, ‘‘জখম ছাত্রটির আঘাত গুরুতর নয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, সে এখন ভালো আছে।’’

ভয়েস টিভি/এসএফ

You may also like