Home সারাদেশ ভোলায় কোটি টাকার ফসলের ক্ষতি

ভোলায় কোটি টাকার ফসলের ক্ষতি

by Newsroom
ক্ষতি

ভোলা: জোয়ারের পানিতে তলিয়ে গেছে ভোলার বিস্তীর্ন এলাকা। ক্ষতি হয়েছে রাস্তাঘাট, ভেসে গেছে বহু মাছের ঘের। বিনস্ট হয়েছে ৫ শতাধিক হেক্টর ফসলি জমি। অন্যদিকে, দুর্যোগপূর্ন আবহাওয়ার কারনেও দুর্বিসহ দিন কাটাচ্ছেন বানভাসি মানুষ।

এসব এলাকায় বিশুদ্ধ খাবার ও পানির সংকটে মানবিক বিপর্যয়ের মধ্যে দিন কাটাচ্ছে মানুষ।

সরজমিনে দেখা গেছে, জোয়ারে পানিতে তলিয়ে গেছে ভোলা সদরের পূর্ব ইলিশা ইউনিয়নের মুরাদ সফিল্লা, রামদাসপুরকান্দি, বাঘার হাওলা, পূর্বচর ইলিশা ও সোনাডগী গ্রামের বেশিরভাগ এলাকা।

স্থানিয়রা জানান, জমির ফসল পানিতে তলিয়ে যাওয়ায় অসহায় হয়ে পড়েছে কৃষকরা। একই অবস্থা পুকুর ও মাছের ঘেরেও। সব মিলিয়ে প্রায় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট।

একই বছরে কয়েক দফা বন্যা হওয়ায় কিছুতেই ঘুরে দাঁড়াতে পারছে না বানভাসি মানুষ।

এদিকে, প্লাবিত এলাকার ফসলের ক্ষতির নির্ধারণে কাজ করছে করা হচ্ছে বলে জানান ভোলার কৃষি বিভাগের অতিরিক্ত পরিচালক রাশেদ হাসনাত।

ইলিশা ইউনিয়নের মত জেলার বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলায় ৪ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্থ হয়েছে। পানির নিচে রয়েছে অন্তত ২০টি গ্রাম।

ভয়েস টিভি/টিআর

You may also like