Home সারাদেশ ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রশিক্ষণ সমাপনী

ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রশিক্ষণ সমাপনী

by Newsroom
ক্ষুদ্র

ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র নারী ও পুরুষ উদ্যোক্তাদের নিয়ে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

২৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে এসএমই ফাউন্ডেশনের সহায়তায় ও ঠাকুরগাঁওয়ের স্বেচ্ছাসেবী সংগঠন কারুপণ্য উন্নয়ন সংস্থার সহযোগিতায় শহরের হলপাড়া এলাকার এ সমাপনী অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, মহিলা সংরক্ষিত আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি সেলিনা জাহান লিটা। তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন।

কারুপণ্য উন্নয়ন সংস্থার চেয়ারম্যান চন্দনা ঘোষের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, রুহিয়া থানা আওয়ামী লীগের সভাপতি পার্থ সারথী সেন, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি কামরুল ইসলাম রুবায়েত প্রমূখ।

বক্তরা বলেন, নতুন ব্যবসা শুরু করার আগে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে সাফল্য ও ব্যর্থতা অনেকাংশে নির্ভর করে আপনার ব্যবসায় পরিকল্পনার উপর। হতাশ হওয়া যাবে না। সততা নিয়ে এগিয়ে যেতে হবে।

আরও পড়ুন : পাবনায় তিনদিনের খাদ্য প্রদর্শনী

ভয়েস টিভি/এমএইচ

You may also like