Home সারাদেশ ঈদের খরচ বাঁচিয়ে শিশুদের ঈদ উপহার

ঈদের খরচ বাঁচিয়ে শিশুদের ঈদ উপহার

by Shohag Ferdaus
উপহার

রাজধানীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে ফ্লাওয়ার্স বাংলাদেশ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ৯ মে রোববার সকাল ১০টায় রাজধানীর নারিন্দা ও গোপীবাগে অর্ধশতাধিক শিশুর মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনের সদস্যরা প্রতিবছরই তাদের ঈদের খরচ বাঁচিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার দিয়ে থাকে। এবার ঈদ উপহারের মধ্যে রয়েছে, নতুন জামা, সেমাই, চিনি, চকলেট, টুথ পেস্ট, ব্রাশ, নেইল কাটার, মেহেদী, সাবান, শ্যাম্পু ডাল, তেল ও লবন।

ঈদ উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন ফ্লাওয়ার্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা উদ্যোমী তরুণ উদ্যোক্তা মাহমুদ খান বিজু, সহসভাপতি এস এম বাবর কবির, অর্থ সম্পাদক মোহাম্মদ আলী, পার্থ, মিসকাত, মোবারক, নাহিদ, নিবির, মাসুম, আকাশ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন সমাজসেবক মো. নাসির, মোহাম্মদ সাঈদ খানসহ অন্যান্যরা।

সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে তারা কারো দানের টাকায় নয় নিজেদের টাকায় ঈদ উপহার সামগ্রী বিতরণ করে থাকে। ফ্লাওয়ার্স বাংলাদেশ সমাজের দায়বদ্ধতা থেকে বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকাণ্ড করে থাকে।

উপহার

ফ্লাওয়ার্স বাংলাদেশ যেসব সেমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তার মধ্যে ছোটদের ঈদ সামগ্রী উপহার দেয়া, ফ্রি ব্লাড গ্রুপিং করা, ফ্রি আকুপেসার প্রশিক্ষণ দেয়া, ফ্রি ডায়াবেটিস ও পেসার চেক আপ, বিভিন্ন জায়গায় লাইব্রেরি করা, বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী বিতরণ করা, বিভিন্ন দর্শনীয় স্থান নিজেরা এবং ছোটদের নিয়ে ভ্রমণ করা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন এবং বৃক্ষরোপণ করা, ভূমিকম্প-ফাস্ট এইড-আগুন এর উপর ফ্রি প্রশিক্ষণ দেয়া ।

You may also like