Home সারাদেশ তেঁতুলিয়ায় খাওয়ার সময় ডেকে জরিমানার অভিযোগ

তেঁতুলিয়ায় খাওয়ার সময় ডেকে জরিমানার অভিযোগ

by Newsroom
মুদি দোকানি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় হোটেলে খাওয়ার সময় আমিনুর নামে এক ব্যাক্তিকে ডেকে জরিমানা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।

৫ ডিসেম্বর শনিবার বিকেলে উপজেলার ভজনপুর বাজারে অভিযান পরিচালনাকালে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা।

ভুক্তভোগী আমিনুর রহমান বলেন, বিকেলে কাজের ফাঁকে চা-নাস্তা করার জন্যে নিজের দোকানে মাস্ক রেখে সামনের চায়ের দোকানে যাই। চা-নাস্তা ওর্ডার করার পর হঠাৎ ইউএনও সাহেব কাছে ডাকে। পরে কাছে গেলে মাস্ক কোথায় জানতে চায়। আমি নাস্তা করার জন্যে খুলে রেখেছি বললে তিনি কোনো কথা না শুনে জরিমানা করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

আরও পড়ুন : যেসব খাবার খালি পেটে খেলে শরীর সুস্থ থাকবে

ভয়েস টিভি/এমএইচ

You may also like