Home সারাদেশ খানাখন্দে জীবনের ঝুঁকিতে পথ চলা

খানাখন্দে জীবনের ঝুঁকিতে পথ চলা

by Shohag Ferdaus
খানা খন্দকে

খানাখন্দে ভরপুর নীলফামারী-ঢাকা সড়কের দারোয়ানী টেক্সটাইল এলাকা। এ সড়কে যেন দুর্ভোগের শেষ নেই মানুষের। জীবনের ঝুঁকি নিয়েই এই ভাঙা সড়কে ওই এলাকার বাসিন্দাদের নিত্যদিনের চলাচল। ভাঙা সড়কের সঙ্গে বর্ষা মৌসুমে অতিরিক্ত যোগ হয়েছে জলাবদ্ধতা। এতে যানজট যেন নিত্য দিনের সঙ্গী হয়েছে এই পথে চলাচলকারীদের।

বিশেষ করে সকালে এবং বিকেলে উত্তরা ইপিজেডে যাতায়াতকারী শ্রমিকদের চরম ভোগান্তিতে পড়তে হয় সড়কটিকে। সড়কটির পশ্চিম কুচিয়ার মোড় থেকে কাজিরহাট পর্যন্ত দুই কিলোমিটার এলাকায় সড়ক নির্মাণ কাজ শেষ না হওয়ায় এই অচলাবস্থার তৈরি হয়েছে। ফলে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা।

একই সড়ক ব্যবহার করে যাতায়াত করেন ডোমার, ডিমলা, দেবীগঞ্জ এলাকার অসংখ্য মানুষ। জীবনের ঝুঁকি আর যানজটে সময় নষ্ট হচ্ছে এলাকার বাসিন্দাদের। তাদের দাবি, অতিদ্রুত যেন সড়কটি মেরামত করা হয়।

ভয়েস টিভি/এসএফ

You may also like