Home ধর্ম খাবারের শুরুতে বিসমিল্লাহ ভুলে গেলে দোয়া

খাবারের শুরুতে বিসমিল্লাহ ভুলে গেলে দোয়া

by Amir Shohel

উচ্চারণ : বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আখিরিহি।

অর্থ : খাবারের শুরুতে ও শেষেও বিসমিল্লাহ।

উপকার : আয়েশা (রা.) বলেন, রাসুল (সা.) তাঁর ছয়জন সাহাবিসহ আহার করছিলেন। এমন সময় এক বেদুঈন এসে সমস্ত খাবার দুই গ্রাসে শেষ করে ফেলল। রাসুল (সা.) বলেন, ‘সে যদি বিসমিল্লাহ বলে আহার করত, তাহলে এই খাবার তোমাদের সবার জন্য যথেষ্ট হতো।

অতএব, তোমাদের কেউ আহার গ্রহণকালে যেন বিসমিল্লাহ বলে। যদি সে আহার গ্রহণের প্রারম্ভে বিসমিল্লাহ বলতে ভুলে যায়, তবে যেন উপরোক্ত দোয়া বলে।

(ইবনে মাজাহ, হাদিস : ৩২৬৪)

You may also like