Home রাজনীতি খুনিদের আশ্রয় দেয়া সভ্য দেশের কাজ নয়: মতিয়া চৌধুরী

খুনিদের আশ্রয় দেয়া সভ্য দেশের কাজ নয়: মতিয়া চৌধুরী

by Shohag Ferdaus
খুনিদের

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, ‘খুনিদের আশ্রয়-প্রশ্রয় দেয়া কোনো সভ্য দেশের কাজ হতে পারে না। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত খুনিরা যে সব দেশে আশ্রয় নিয়েছে, তাদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।’

১৬ আগস্ট রোববার দুপুরে শিবালয় উপজেলা পরিষদ মিলনায়তনে বন্যার্ত কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মতিয়া চৌধুরী আরও বলেন, ‘১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনা বিদেশে চলে যান। এ কারণে ১৫ আগস্টের হত্যাকাণ্ডে ভাগ্যক্রমে বেঁচে যান তারা। ১৯৮১ সালে শেখ হাসিনা দেশে ফিরে এসে আওয়ামী লীগের হাল ধরেন। তারই নেতৃত্বে বঙ্গবন্ধু হত্যার পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হয়েছে। খুনিদের মধ্যে এখনো যারা বিদেশে পলাতক রয়েছে তাদেরও ফিরিয়ে আনা হবে।’

সাবেক এই মন্ত্রী আরও বলেন, ‘বিএনপি আমলে কৃষকরা ডিএপি সারের নাম শুনেনি। অথচ শেখ হাসিনার সরকার সকল প্রকার সার কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করছেন। দেশের এক ইঞ্চি জায়গা যেন খালি পড়ে না থাকে সে ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন।’

শিবালয় উপজেলা কৃষক লীগের আহ্বায়ক অসিউর রহমান সিকোর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় প্রমুখ।

অনুষ্ঠান শেষে শিবালয়, ঘিওর এবং দৌলতপুর উপজেলার ৬ শতাধিক কৃষকের মাঝে ডিএপি সার ও বিভিন্ন ধরনের সবজি বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।

ভয়েস টিভি/মানিকগঞ্জ প্রতিনিধি/এসএফ

You may also like