Home সারাদেশ খুলনার বেড়িবাঁধ সংস্কার শুরু করেছে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোর

খুলনার বেড়িবাঁধ সংস্কার শুরু করেছে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোর

by Newsroom

ভয়েস ডেস্ক: সুপার সাইক্লোন আম্পানের আঘাতে খুলনার উপকূলীয় এলাকার ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো সংস্কারে কাজ শুরু করেছে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোর। এদিকে, ঝালকাঠির কাঠালিয়ার বিষখালী নদীর অরক্ষিত বেড়িবাঁধ স্থায়ীভাবে নির্মাণের দাবিতে মানববন্ধন হয়েছে।

গত ২০ মে ঘূর্ণিঝড় আম্ফানের আঘাতে খুলনার উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষতি হয়। সুন্দরবনে ১১টি কয়রার ১৮ হাজার ঘর পুরোপুরি বিধ্বস্ত ও ২৪ হাজার ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। জোড়শিং বাজার, গোলখালী, গাজীপাড়া, ঘাটাখালীসহ ১৮টি পয়েন্টে বাঁধ ভেঙে তলিয়ে যায় ফসলি জমি ও ঘরবাড়ি। তাই উপকূলীয় এলাকার ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামতের জন্য কাজ শুরু কাজ শুরু করেছে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোরের অগ্রগামী টিম। প্রাথমিকভাবে কয়রা বাঁধ মেরামতে মাটি, বালু ভরাট করেছে ৩শ’ সেনা সদস্য।
এদিকে, টেকসই বাঁধ নির্মাণের দাবি স্থানীয় সংসদ সদস্যের। তবে, অর্থ বরাদ্দ না থাকায় এখনই বাঁধে মেরামত কাজ করতে পারছে না পানি উন্নয়ন বোর্ড ।
এদিকে, আম্পানে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বিষখালী নদীর অরক্ষিত বেড়িবাঁধ স্থায়ীভাবে নির্মাণের দাবিতে শনিবার মানববন্ধন করেছে এলাকাবাসী।

You may also like