Home সারাদেশ কাঁটাযুক্ত খেজুর গাছের মাথায় নামাজ!

কাঁটাযুক্ত খেজুর গাছের মাথায় নামাজ!

by Shohag Ferdaus
নামাজ

রাজশাহীর তানোরে কাঁটাযুক্ত খেজুর গাছের মাথায় উঠে নামাজ পড়ে হৈচৈ ফেললেন আব্দুর রহিম (২৮) নামের এক যুবক। আব্দুর রহিম মোহনপুর উপজেলার মৌগাছি গ্রামের বাসিন্দা।

১ মার্চ সোমবার বিকালে উপজেলার কুঠিপাড়া গ্রামে ওই যুবক ৩০ ফুট উঁচু খেজুর গাছের মাথায় উঠে নামাজ আদায় করেন। নামাজপড়া শেষে বাংলাদেশের জাতীয় পতাকা গাছে উঁচিয়ে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন তিনি। এসময় উপস্থিত জনতাও করতালি দিয়ে তাকে সম্মান জানান। আ. রহিমের নামাজ আদায়ের সময় এলাকার শত শত মানুষ দাঁড়িয়ে এ দৃশ্য দেখেন।

এলাকাবাসী বলেন, আব্দুর রহিম কবিরাজি বা ঝাড়ফুঁক করেন। রহিম খেজুরগাছের ওপর নামাজ পড়ে সেখানে শারীরিক কসরতও দেখান। খেজুরগাছসহ বিভিন্ন গাছে উঠে মাঝেমধ্যে উনি নামাজ পড়েন এবং গাছের ওপরেই খেলাধুলা দেখান। ছোট থেকে রহিম এসব করেন।

কুঠিপাড়া গ্রামের সাগর আলী রুবেল, হাজী জালাল উদ্দীনসহ কয়েকজন বলেন, ‘খেজুর গাছে অনেক কাটা আছে কিন্তু আব্দুর রহিমের গায়ে কোনো কাটা লেগে রক্ত বের হয়নি। গাছের উপর নামাজ পড়াসহ বিভিন্ন খেলা দেখিয়ে সুস্থ অবস্থায় খেজুর গাছ থেকে নামেন তিনি’।

এদিকে নামাজ শেষে খেজুরগাছ থেকে নেমে আব্দুর রহিম বলেন, জীবনের ঝুঁকি নিয়ে খেজুরসহ বিভিন্ন গাছে উঠে খেলাধুলা দেখাই। তবে তার আগে আমি আল্লাহকে সন্তুষ্ট রাখতে গাছের ওপরে দুই রাকাত নামাজ আদায় করি। কিছু খেলাধুলাও করি। এসব দেখে মানুষ কিছু টাকাপয়সা দেন। তা দিয়ে সংসার চালাই।

তিনি আরও জানান, তার জন্ম বগুড়ায়। তবে রাজশাহীর মোহনপুরে এসে বিয়ে করে তিনি বেশ কয়েক বছর ধরে সেখানেই বসবাস করছেন।

এদিকে শুধু আব্দুর রহিমই নয়, এর আগে ২০১৪ সালে ২ নভেম্বর রাজশাহীর বাগমারার আক্কেলপুর গ্রামের মোজাম্মেল হোসেন মোজাম (৩৪) উঁচু খেজুরগাছে উঠে নামাজ পড়ে চাঞ্চল্য তৈরি করেছিলেন।

ভয়েস টিভি/এসএফ

You may also like