Home বিশ্ব মিয়ানমারে খোলা আকাশের নিচে রাখা হয়েছে কয়েক শ এমপিকে

মিয়ানমারে খোলা আকাশের নিচে রাখা হয়েছে কয়েক শ এমপিকে

by Shohag Ferdaus
মিয়ানমার

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর দেশটির কয়েক শ সংসদ সদস্যকে রাজধানী নাইপিডোর খোলা আকাশের নিচে আটকে রাখা হয়েছে। পার্স টুডে।

ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির নেত্রী অং সান সু চিসহ দেশের প্রেসিডেন্ট ও বহু সরকারি কর্মকর্তাকে আটকের একদিন পর সংসদ সদস্যদের আটক করে খোলা আকাশের নিচে রাখা হয়। তবে বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে সু চিকে তার নিজ বাড়িতে গৃহবন্দি করে রাখা হয়েছে।

তবে কয়েকটি গণমাধ্যমের খবর অনুযায়ী, অন্তত ৪০০ সংসদ সদস্যকে তাদের সরকারি বাসভবন কমপ্লেক্সে আটকে রাখা হয়েছে এবং তাদেরকে বাইরে যাওয়া আসার অনুমতি দেয়া হচ্ছে না।

কয়েকজন সংসদ সদস্য জানিয়েছেন, বাসভবন কমপ্লেক্সের ভেতরে পুলিশ মোতায়েন রয়েছে এবং বাইরের সেনা সদস্যরা টহল দিচ্ছে। সেনাবাহিনী তাদের ট্রাক দিয়ে সংসদ সদস্যদের যাওয়া আসার পথ আটকে দিয়েছে। সংসদ অধিবেশনের সময় এসব সংসদ সদস্য ওই বাসভবনে অবস্থান করেন।

ভয়েস টিভি/এসএফ

You may also like