Home সারাদেশ পঞ্চগড়ে ক্যামিলিয়া খোলা আকাশ স্কুল

পঞ্চগড়ে ক্যামিলিয়া খোলা আকাশ স্কুল

by Newsroom

চায়ের বৈজ্ঞানিক নাম অনুসারে পঞ্চগড়ে ক্ষুদ্র চা চাষিদের জন্যে ‘ক্যামিলিয়া খোলা আকাশ স্কুল‘ খোলা হয়েছে। আর এই স্কুলে চা চাষীদের চায়ের গুণগত মান উন্নয়ন এবং চা চাষের নানা পদ্ধতির উপর প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

গত অক্টোবর থেকে প্রতি সপ্তাহে বিভিন্ন গ্রামে চা বাগানের আশে পাশে খোলা মাঠে হাতে কলমে এই প্রশিক্ষণ দেয়া হয়।

এ প্রকল্পের আওতায় ১২ নভেম্বর বৃহস্পতিবার তেঁতুলিয়া উপজেলার পেদিয়াগজ এলাকায় চা বাগানের পাশে খোলা মাঠে দিনব্যাপি ক্ষুদ্র চা চাষিদের এই প্রশিক্ষণ দেয়া হয়।

বাংলাদেশ চা বোর্ডের অঙ্গ প্রতিষ্ঠান প্রকল্প উন্নয়ন ইউনিট এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল জহিরুল ইসলামের পরিকল্পনায় এ স্কুল পরিচালিত হচ্ছে বলে জানা গেছে।

এসময় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প ইউনিটের ভারপ্রাপ্ত পরিচালক ড. একেএম রফিকুল উপস্থিত ছিলেন।

কর্মশালায় চা আবাদে পাতা চয়ন ও প্লুনিং বিষয়ে বক্তব্য দেন চা গবেষণা ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কমকর্তা ড. তৌফিক আহমেদ এবং নিরাপদ ও টেকশই চা উৎপাদনের লক্ষ্যে বালাই ব্যবস্থাপনা বিষয়ে বক্তব্য দেন উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ শামীম আল মামুন। কর্মশালাটি সঞ্চালনা করেন চা বোর্ডের নর্দান বাংলাদেশ প্রকল্পের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন।

ভয়েস টিভি/এমএইচ

You may also like