Home বিনোদন খোশ মেজাজে ভিডিও আপলোডের পরই সঙ্গীত শিল্পীর মৃত্যু

খোশ মেজাজে ভিডিও আপলোডের পরই সঙ্গীত শিল্পীর মৃত্যু

by Shohag Ferdaus

বিমানে উঠে খোশ মেজাজে ইনস্টাগ্রামে ভিডিও দিয়েছিলেন। কে জানত, এই শেষ বার দেখা যাবে ব্রাজিলীয় কান্ট্রি সিঙ্গার মারিলিয়া মেনডোনসাকে!

এর ঘণ্টা খানেক পরে দুর্ঘটনায় পরে বিমানটি। এতেই মৃত্যু হয় ২৬ বছরের এ গায়িকার।

দুর্ঘটনায় মৃত্যু হয় তার ম্যানেজার, সহকারী, বিমানচালক এবং সহকারী বিমানচালকও। ছোট বিমানটিতে গানের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন মারিলিয়া।

কান্ট্রি ঘরানার গান গেয়ে বিখ্যাত হন মারিলিয়া। ২০১৯ সালে লাতিন গ্র্যামি পুরস্কারও পান তিনি।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর, শুক্রবার রাতে একটি গানের অনুষ্ঠান ছিল মারিলিয়ার। ব্রাজিলের গোইয়ানিয়া থেকে মিনাস জেরাইস যাওয়ার পথে ঘটে যায় দুর্ঘটনা। গায়িকার দফতরের তরফে জানানো হয়েছে বিমানযাত্রীদের কাউকেই বাঁচানো যায়নি। ইনস্টাগ্রামে দেয়া শেষ ভিডিওয় গিটার হাতে বিমানে ওঠার আগের মুহূর্তও যেমন ধরা পড়েছে, তেমনই দেখা গিয়েছে বিমানে বসে মারিলিয়া খাবার খাচ্ছেন।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে বিমানের চাকা মাটি ছোঁয়ার আগে একটি বৈদ্যুতিন তারে ধাক্কা খায়। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন পাইলট। আর তাতেই মাটিতে আছড়ে পড়ে বিমানটি।

ভয়েস টিভি/এসএফ

You may also like