Home সারাদেশ রংপুরে ১২ দাবিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের গণঅবস্থান

রংপুরে ১২ দাবিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের গণঅবস্থান

by Shohag Ferdaus
গণঅবস্থান

৭২ এর সংবিধান পুনর্বহাল, সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধ, মুরাদনগরে হামলার প্রতিবাদসহ ১২ দফা দাবিতে গণঅবস্থান কর্মসূচি পালন করেছে রংপুরর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। রংপুর প্রেস ক্লাবের সামনে সকাল ১০টায় শুরু হওয়া এ কর্মসূচি চলে বেলা ১২টা পর্যন্ত।

কর্মসূচিতে নেতৃত্ব দেন বনমালী পাল। এতে অংশ নেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রংপুর শাখা, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ, শারদাঞ্জলি ফোরামসহ বেশ কয়েকটি সংগঠন।

ধর্মীয় উস্কানি দিয়ে সংখ্যালঘুদের ওপর হামলা নির্যাতন বন্ধ, ৭২’এর সংবিধানে ফিরে যাওয়া, লালমনিরহাটের পাটগ্রামে ধর্মপ্রাণ শহিদুন্নবী জুয়েলকে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছে বক্তারা।

বক্তারা বলেন, ধর্ম বিদ্বেষ যারা ছড়ায় তারা দেশ ও জাতির শত্রু। ধর্ম অবমাননার কথিত দায়ে হামলা মামলা বন্ধ করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তিথি সরকারকে দ্রুত ও নিরাপদে ফিরিয়ে আনতে হবে। সংখ্যালঘু ছাত্রদের দেয়া শোকজ নোটিশ প্রত্যাহার করা এবং সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন করে নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়নের দাবি জানান বক্তারা।

গণঅবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, সাংবাদিক সুশান্ত ভৌমিক, স্বপন রায়, অলোক নাথ, দেবব্রত মজুমদার, সমরেশ দাস সরকার, প্রহল্লাদ রায়সহ অনেকে।

ভয়েস টিভি/এসএফ

You may also like