Home বিনোদন আমারও একজন গডফাদার আছে : পরীমনি

আমারও একজন গডফাদার আছে : পরীমনি

by Newsroom
গডফাদার

ঢাকাই সিনেমার লাস্যময়ী চিত্রনায়িকা পরীমনি । ক্যারিয়ারের শুরু থেকেই আলোচনায় তিনি। অভিষেকের আগেই একাধিক সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে মূলত আলোচনায় আসে তার নাম। প্রেক্ষাগৃহে চলছে তার নতুন সিনেমা ‘বিশ্বসুন্দরী’।

জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ‘রক্ত’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন পরী। ২০১৬ সালের ১৩ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল সিনেমাটি। এ সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করেন জিয়াউল রোশান।

এবার ‘রক্ত-২’ সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। গল্প শোনার জন্য পরীমনিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু ব্যস্ততার কারণে তিনি যেতে পারেননি। তানভীর তারেকের ভার্চুয়াল শো ‘জীবন যেখানে যেমন’-এ অংশ নিয়ে মুখ ফসকে এমনটাই বলে ফেলেন পরীমনি।

তিনি বলেন, ‘কালকে আমার টাইট শিডিউল ছিল। প্রমোশন এবং হাসপাতালে যাওয়া সব মিলিয়ে ওদের সঙ্গে দেখা করা হয়নি। রক্ত-২ এর গল্প নিয়ে বসার কথা ছিল। আমাকে গল্প শোনার জন্য বলা হয়েছিল।’

প্রায় দেড় ঘণ্টার আড্ডায় বিভিন্ন প্রশ্নের সোজা সাপটা উত্তর দিয়েছেন পরীমনি। তিনি মুখ খুলেছেন নিজের গডফাদার নিয়েও। এক প্রশ্নের উত্তরে পরীমনি বলেন, ‘হ্যাঁ, আমিও শুনেছি সিনেমায় নাকি নায়ক-নায়িকাদের গডফাদার থাকে। আমারও আছে। কে তা কি জানেন? মূলত আত্মবিশ্বাসই আমার গডফাদার। এই আত্মবিশ্বাসের বলেই আমি ছিলাম এবং থাকবো আশা করি।’

আড্ডায় পরীমনি জানান, রবীন্দ্রনাথের গল্পে কাজ করতে আগ্রহী তিনি।

ভয়েস টিভি/ডিএইচ

You may also like