Home পশ্চিমবঙ্গ ভারতে কোনো গণততন্ত্র নেই: মমতা

ভারতে কোনো গণততন্ত্র নেই: মমতা

by Shohag Ferdaus
মমতা

ভারতে কোনো গণতন্ত্র নেই বলে মন্তব্য করেছেন দেশটির পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

৩ অক্টোবর শনিবার হাথরসকাণ্ডের বিরুদ্ধে এক প্রতিবাদ সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতার তারামণ্ডল থেকে মিছিলটি বের হয়। মিছিলটি জওহরলাল নেহরু রোড হয়ে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের পাশ দিয়ে মেয়ো রোডে প্রতিবাদ সভা করে গান্ধী মূর্তির পাদদেশে গিয়ে শেষ হয়।

কলকাতার মেয়ো রোডের মঞ্চ থেকে মমতা বলেন, ‘ভোটের সময় দলিতের বাড়িতে খাবে, ছবি তুলবে। তারপর ভোট হলেই অত্যাচার। নমশূদ্রদের ওপর কম অত্যাচার হচ্ছে? পঞ্জাবি কৃষকরা লড়াই করছে, তুমি কে সব ঠিক করার? ওয়ান নেশন, ওয়ান পলিটিক্যাল পার্টির দিকে এগোচ্ছে। রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে দেশ। ভারতবর্ষে কোনো গণতন্ত্র নেই। কেউ কথা বলতে পারবে না। এটা কি দেশ চলছে? একনায়কতন্ত্র চলছে। রবীন্দ্রনাথ, নজরুল, মহাত্মা গান্ধীরা যেন এদেশে জন্মাননি, উনিই সব। বিজেপিই সব। শুধু ভাষণ দিয়েই চালাচ্ছেন সব।’

হাথরসে ছুটে যাওয়ার ইচ্ছের কথা জানিয়ে তিনি বলেন, ‘আমার মনে হচ্ছিল ওই গ্রামে চলে যাই, গতকাল আমি সাংসদদের পাঠিয়েছিলাম। বিজেপি তোমাদের গুণ্ডাদের ভয় পাই। ক্রিমিনাল অফেন্স সব জায়গায় হয়। কিন্তু পুলিশ ব্যবস্থা নেবে। মানুষ এটাই প্রত্যাশা করে। কিন্তু বাড়ির লোকেদের বাইরে না যেতে দিয়ে আটকে রেখে দেহ পুড়িয়ে দিলো। হিংসা, গণ্ডগোল ছড়াতে চাইছে বিজেপি। তোমরা কে? তোমরা সবাইকে সার্টিফিকেট দেয়ার কে?’

গত ১ অক্টোবর উত্তর প্রদেশের হাসরথে এক দলিত নারীকে গণধর্ষণের পর হত্যা করা হয়। ওই নারীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর না করে উত্তর প্রদেশের পুলিশ পুড়িয়ে দিয়েছে। এ ঘটনার পরে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে হাসরথ।

ভয়েস টিভি/এসএফ

You may also like