Home রাজনীতি গণপরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাহার করা উচিত: ন্যাপ

গণপরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাহার করা উচিত: ন্যাপ

by Shohag Ferdaus
বুধবার

স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত যাত্রী বহন করায় অবিলম্বে গণপরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাহার করে আগের ভাড়া কার্যকর করা উচিত বলে মন্তব্য করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

১৬ আগস্ট রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এ কথা বলেন।

বিবৃতিতে তারা বলেন, ১ জুন থেকে করোনা দুর্যোগ নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচলের জন্য পরিবহন মালিকদের ক্ষতি পুষিয়ে নিতে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করা হয়েছিল। কিন্তু গণপরিবহনে মালিকরা সেই স্বাস্থ্যবিধি এখন আর মানছেন না।

তারা বলেন, সরকারের বর্ধিত ৬০ শতাংশ ভাড়ার চেয়েও অধিকাংশ সড়কে বেশি ভাড়া আদায় করা হচ্ছে। এতে করোনা সংকটে কর্মহীন ও আয় কমে যাওয়া দেশের সাধারণ মানুষের যাতায়াত দুর্বিষহ হয়ে উঠেছে। সরকার মালিকদের পাতানো ফাঁদে পা দিয়ে করোনার মহাসংকটকালে দেশের অসহায় জনগণের ওপর একচেটিয়াভাবে বাসের ভাড়া ৬০ শতাংশ বর্ধিত করে অযৌক্তিকভাবে চাপিয়ে দিয়েছিল। ফলে দেশব্যাপী সকল প্রকার যানবাহনের ভাড়া প্রায় দ্বিগুণ হয়ে যায়।

এখন আর করোনার সেই আতঙ্ক না থাকায় মানুষ যেমন রাস্তায় বের হচ্ছে তেমনি গণপরিবহনেও মানা হচ্ছে না নীতিমালা। তাই অবিলম্বে গণপরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাহার করা উচিত।

ভয়েস টিভি/নিজস্ব প্রতিবেদক/এসএফ

You may also like