Home রাজনীতি গণস্বাস্থ্য কেন্দ্রে প্লাজমা দেবেন রুমিন ফারহানা

গণস্বাস্থ্য কেন্দ্রে প্লাজমা দেবেন রুমিন ফারহানা

by Amir Shohel
রুমিন ফারহানা

ঢাকা : মহামারি কোভিড-১৯ থেকে মুক্ত হয়ে এই ভাইরাসে আক্রান্ত জটিল রোগীর জন্য প্লাজমা দেবেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও আইনজীবী রুমিন ফারহানা। ২৬ আগস্ট বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ধানমণ্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে প্লাজমা ও ব্লাড ডোনেশন সেন্টারে প্লাজমা দান করবেন তিনি।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু ২৫ আগস্ট মঙ্গলবার এক বার্তায় এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ধানমণ্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে প্লাজমা ও ব্লাড ডোনেশন সেন্টারে প্লাজমা দান করবেন রুমিন ফারহানা। এ সময় উপস্থিত থাকবেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

চলতি মাসের ১২ তারিখে দুপুর ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাস দিয়ে নিজেই করোনা পজেটিভ হওয়ার খবর জানান রুমিন ফারহানা। ২৪ আগস্ট সোমবার গণমাধ্যমকে জানান তিনি করোনা মুক্ত।

গেল বছরের ২৮ মে বিএনপি থেকে নমিনেশন পেয়ে সংরক্ষিত নারী আসন (৫০) থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন রুমিন ফারহানা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একমাত্র নারী সদস্য হিসেবে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন তিনি।

জাতীয় নেতা অলি আহাদের মেয়ে রুমিন ফারহানা সংসদে বিভিন্ন বিষয়ে জোরালো বক্তব্য নানা সময়ে আলোচিত হন।

ভয়েসটিভি/এএস

You may also like