Home সারাদেশ উলিপুরে হাতিয়া গণহত্যা দিবস পালিত

উলিপুরে হাতিয়া গণহত্যা দিবস পালিত

by Newsroom

কুড়িগ্রামের উলিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে হাতিয়া গণহত্যা দিবস পালিত হয়েছে। ১৩ নভেম্বর শুক্রবার সকালে এ উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন ও কালো পতাকা অর্ধনমিতকরণ, হাতিয়া ইউনিয়নের দাগারকুটি গণহত্যা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

হাতিয়া গণহত্যা স্মৃতিস্তম্ভ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শওকত আলী সরকার বীরবিক্রম।

এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, জেলা পরিষদ সদস্য রেজাউল ইসলাম লিচু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব ফয়জার রহমান, গোলাম মোসÍফা, উলিপুর থানা অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন, হাতিয়া ইউপি চেয়ারম্যান বিএম আবুল হোসেন, হাতিয়া ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সভাপতি শাইখুল ইসলাম নয়া প্রমুখ।

আলোচনা সভায় হাতিয়া গণহত্যা দিবস জাতীয়ভাবে পালন করা এবং শহীদদের স্মৃতি সংরক্ষণ করার দাবি জানানো হয়।

আরও পড়ুন : পূর্বের ‘মিলনের’ কথা প্রেমিকার বরকে জানালো সাবেক প্রেমিক

১৯৭১ সালের ১৩ নভেম্বর পাক- হানাদার বাহিনী রাজাকারদের সহযোগিতায় নীরিহ ৬৯৭ জনকে ধরে নিয়ে এসে দাগারকুঠি গ্রামে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like