নীলফামারীর সৈয়দপুরে মাদক বিক্রেতাদের বাড়ি গণ শৌচাগার করার দাবি জানিয়ে ও মাদকের বিরুদ্ধে জন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ এই কর্মসূচির আয়োজন করে।
১৯ সেপ্টেম্বর শনিবার দুপুরে উপজেলা শহরের শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে র্যালির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসিম আহমেদ। এসময় উপস্থিত ছিলেন সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান।
ইউএনও নাসিম আহমেদ এ সময় বলেন, মাদক সমাজকে ধ্বংস করে, আমাদের তরুণ সমাজকে এর বিরুদ্ধে কাজ করতে হবে। উপজেলা প্রশাসন নিরলস কাজ করে যাচ্ছে, এ সময় তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান ইউএনও।
র্যালিতে অংশগ্রহণ করে ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ স্বেচ্ছাসেবী সংগঠনের শতাধিক স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীরা। র্যালিটি বিভিন্ন সড়ক ও মহল্লা প্রদক্ষিণ করে মাদকবিরোধী পথসভা করেছে।
‘আমাদের প্রিয় সৈয়দপুর’র প্রতিষ্ঠাতা নওশাদ আনসারী বলেন, এখন হাত বাড়ালেই মিলছে মাদক। স্কুল কলেজের ছাত্র থেকে শুরু করে সব বয়সের মানুষ মাদকে আসক্ত। অথচ মাদক বিক্রেতারা দেদারছে বিক্রি করছে মাদক। এমন এক পরিস্থিতিতে মাদকের বিরুদ্ধে আমাদের এই কর্মসূচি। আমরা মাদক বিক্রেতাদের বসতবাড়িকে গৌণ শোচাগার করার দাবি জানাচ্ছি।
তিনি বলেন, আমরা প্রতিটি ওয়ার্ডে পথসভা, লিফলেট বিতরণ ও মাদক বিক্রেতাদের নাম ঠিকানা প্রকাশ করব এবং তাদের সামাজিকভাবে বয়কটের কর্মসূচি হাতে নেব।
ভয়েস টিভি/এসএফ