Home সারাদেশ রাঙামাটিতে গভীর রাতে বন্দুকযুদ্ধ

রাঙামাটিতে গভীর রাতে বন্দুকযুদ্ধ

by Newsroom

রাঙামাটির বাঘাইছড়িতে গভীর রাতে কয়েক দফা বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। ১৩ নভেম্বর শুক্রবার রাত আনুমানিক ১১টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার তালুকদার পাড়া ও বাবুপাড়া এলাকা থেকে প্রচণ্ড গুলির শব্দ শোনা যায়।

তবে ঘণ্টাব্যাপী এই বন্দুকযুদ্ধ কাদের মধ্যে, কেনো হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিক কিছুই জানাতে পারেনি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মো. আশরাফউদ্দিন জানান, রাতে প্রায় এক ঘণ্টা ধরে আমরাও প্রচণ্ড গুলির শব্দ শুনতে পেয়েছি। কিন্তু এত রাতে সেখানে যাওয়া সম্ভব হয়নি এবং কোনও হতাহতের খবরও তাৎক্ষণিক পাওয়া যায়নি। ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন শেষে বিস্তারিত জানতে পারবো।

তবে স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার রাতে উপজেলার বাবুপাড়া ও তালুকদার পাড়ার মধ্যবর্তী স্থানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএনলারমা) ও সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা শুনেছি। কেউ হতাহত হয়েছে কিনা নিশ্চিত করতে পারেনি তারা।

আয়তনে দেশের সবচেয়ে বড় পাহাড়ি এই উপজেলায় বিবাদমান চারটি আঞ্চলিক দলের উপস্থিতি রয়েছে। ফলে প্রায়ই এখানে সশস্ত্র সংঘাতের ঘটনা ঘটতে দেখা যায়।

ভয়েস টিভি/এমএইচ

You may also like