Home সারাদেশ কুড়িগ্রামে গমের বাম্পার ফলন, দামে হতাশ কৃষক

কুড়িগ্রামে গমের বাম্পার ফলন, দামে হতাশ কৃষক

by Shohag Ferdaus

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় গমের বাম্পার ফলন হয়েছে। ন্যায্য মূল্য পেলে লাভবান হবে কৃষক। বর্তমান বাজারে যে দামে গম বিক্রি হচ্ছে তাতে লাভের মুখ দেখছে না কুষকরা। এতে হতাশ হচ্ছেন প্রান্তিক গম চাষিরা।

উলিপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর গম উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৯০০ শহেক্টর জমিতে। কিন্তু গমের আবাদ হয়েছে ৭১০ হেক্টর জমিতে।

এরই মধ্যে গমকাটা ও মাড়াইয়ের কাজ চলছে, ঘরে উঠতে শুরু করেছে নতুন গম। এ বছর প্রতি বিঘা জমিতে ১০থেকে ১২মন গমের ফলন হয়েছে। ফলন বেশি হওয়ায় কৃষকের চোখে মুখে বিজয়ের হাসি। তবে ন্যায্য মূল্য পেলে আর্থিক লাভবান হতে পারবেন চাষিরা।

আরও পড়ুন:প্রবাসে ব্যর্থ শফিক ‘বল সুন্দরী’ কুলে ভাগ্য ফিরিয়েছেন

সরেজমিনে উপজেলার হাতিয়া ইউনিয়নের দাগারকুটি গ্রামের মোহাম্মদ আলী (৫০) ও মিলন মিয়ার (৩৫) সঙ্গে কথা বলে জানা যায়, তারা কৃষি অফিস থেকে বীজ ও সার পেয়েছেন। এ বছর ফসলে পোকামাকড়ের উপদ্রবও অনেক কম হওয়ায় ভালো ফলন হয়েছে। কম খরচে লাভ বেশি হওয়ায় এলাকার কৃষকরা গম চাষে আগ্রহী হয়ে উঠেছেন।

তবকপুর কাগল ডাঙ্গা এলাকার গমচাষি নজরুল ইসলাম (৪০) বলেন, এই প্রথম গম আবাদ করেছি, ফলন ভালো হয়েছে। ন্যায্য মূল্য পেলে গম চাষে আগ্রহ বাড়বে আরও অনেক কৃষকের।

আরও পড়ুন: বৃষ্টি নির্ভর আউশ ধানে সোনালী স্বপ্ন দেখছে কৃষকরা

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, তদারকিসহ কৃষকদের ভালো গম উৎপাদনে পরামর্শ ও সহযোগিতা করেছে কৃষি অধিদফতর। গম চাষ বৃদ্ধির জন্য উপজেলা কৃষি বিভাগ থেকে উঠান বৈঠকের মাধ্যমে কৃষকদের উৎসাহিত করা হয়েছে। কৃষকদের প্রণোদনা হিসেবে বীজ ও সার দেয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় গমের ভালো ফলন হয়েছে। এ বছর ২ হাজার ৪৮৫মেট্রিক টন গম উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like