Home লাইফস্টাইল গর্ভবতী হতে মেনে চলুন সাতটি ধাপ

গর্ভবতী হতে মেনে চলুন সাতটি ধাপ

by Shohag Ferdaus
গর্ভবতী

মা হওয়াতে নারীর পূর্ণতা। তাই মা হওয়ার সংবাদ যেকোনো নারীর জন্যই আনন্দের। কিন্তু এই আনন্দ সবার জীবনে একভাবে আসে না। কারও জন্য গর্ভধারণ সহজ হলেও কারো কারো ক্ষেত্রে গর্ভধারণের জন্য অনেক কাঠখড়ি পোড়াতে হয়। প্রত্যেক নারীর শরীর বৈশিষ্ট্য পৃথক এবং সেজন্যই গর্ভধারণের ক্ষেত্রে তাদের নিজস্ব সময় রয়েছে। কয়েকটি সহজ লাইফস্টাইল পরিবর্তন এবং অভ্যাস রয়েছে যেগুলো সহজেই গর্ভবতী হওয়ার জন্য অনুসরণ করা যেতে পারে। শুধু নারীর মেনে চললেই হবে না, স্বাস্থ্যকর এই অভ্যাসগুলো মেনে চলতে হবে নারী-পুরুষ দুজনকেই।

স্বাস্থ্যকর খাবার

খাদ্য এবং উর্বরতা ঘনিষ্ঠভাবে জড়িত। যদি আপনি এবং আপনার সঙ্গী উভয়ই একটি স্বাস্থ্যকর ডায়েটে মেনে চলেন তবে এটি আপনার গর্ভধারণের সম্ভাবনা বাড়িয়ে তোলে।

শরীরচর্চা

সহজে গর্ভধারণের জন্য ফিট থাকা জরুরি। যদি আপনি শরীরচর্চায় অলস বোধ করেন তবে আপনার সঙ্গীকে আপনার সাথে অংশ নিতে বলুন। সঙ্গীর পাশে থাকলে প্রতিদিন এটি করা সহজ হয়ে যাবে। খুব বেশি কঠোর শরীরচর্চা না করুন, অন্তত প্রতিদিন ভোরে উঠে হাঁটার অভ্যাস করুন।

স্বাচ্ছন্দ্য

স্ট্রেস আপনার উর্বরতার ওপর প্রভাব ফেলতে পারে। কিছুটা যোগব্যায়াম, ধ্যান বা অন্য কিছু করার চেষ্টা করুন যার মাধ্যমে আপনি নিজের স্ট্রেসের স্তর কমাতে পারবেন।

অ্যালকোহলকে না বলুন

ভারি পানীয় আপনার উর্বরতা হ্রাস করতে পারে। সুতরাং যদি আপনি প্রতিদিন গ্লাস ভরা ওয়াইন উপভোগ করেন তবে আপনার থামা দরকার।

ধূমপানকে না বলুন

ধূমপান পুরুষ ও মহিলা উভয়েরই উর্বরতা কমিয়ে দিতে পারে। যদি আপনি এখনও ধূমপান ছাড়ার সঠিক কারণ খুঁজে না পান তবে বাবা বা মা হওয়ার জন্য হলেও ধূমপান পিরহার করুন।

রোম্যান্স ফিরিয়ে আনুন

কিছু দম্পতি মনে করেন যে তারা কেবল গর্ভধারণের জন্যই যৌনমিলন করছেন। আপনাদের ক্ষেত্রেও যদি এমন হয়, তবে আপনাকে সত্যই আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে রোম্যান্স ফিরিয়ে আনতে হবে। সব চিন্তা ঝেড়ে ফেলে রোম্যান্সে মেতে উঠুন।

নিয়মিত তবে প্রতিদিন যৌন মিলন নয়

আমরা সকলেই জানি এটি গর্ভবতী হওয়ার প্রাথমিক প্রয়োজন। ডিম্বস্ফোটনের সময় মিলিত হলেই গর্ভধারণের সম্ভাবনা থাকে। সপ্তাহে দু-তিনবার মিলিত হলে আপনার গর্ভধারণের সম্ভাবনা বাড়িয়ে তুলবে।

আরও পড়ুন: আকর্ষণীয় ফিগার পেতে ১১ সহজ উপায়

ভয়েস টিভি/এসএফ

You may also like