Home সারাদেশ নারায়ণগঞ্জে গলিত লোহা পড়ে দগ্ধ: আরও ২ শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জে গলিত লোহা পড়ে দগ্ধ: আরও ২ শ্রমিকের মৃত্যু

by Shohag Ferdaus
২ জনের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কারখানায় গলিত লোহা শরীরে পড়ে দগ্ধ আরও দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় চার শ্রমিকের মৃত্যু হলো। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল।

২৩ অক্টোবর শুক্রবার দিবাগত রাতে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় এ দু’জনের মৃত্যু হয়।

মৃতরা হলেন- লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাংলাবাড়ী এলাকার আবদুস সোবহানের ছেলে মো. শাকিল (২০) এবং কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার টিপু শেখের ছেলে আবু সিদ্দিক (৩০)।

এর আগে ২২ অক্টোবর বৃহস্পতিবার ভোরে গলিত লোহা শরীরে পড়ে ঘটনাস্থলেই মিজানুর রহমান (৪২) এবং ২৩ অক্টোবর শুক্রবার বিকেলে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ফাহিম (২৫) নামের দুই শ্রমিকের মৃত্যু হয়।

ওই ঘটনায় দগ্ধ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাংলাবাড়ী এলাকার বাউরা এলাকার সুন্দর আলীর ছেলে রফিক মিয়া (৪৫) ও রহমতপুর এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে মো. রাজু (৪০) একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

২২ অক্টোবর দিবাগত রাত আড়াইটার দিকে রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় প্রিমিয়ার স্টিল মিলস নামে একটি কারখানায় লোহা গলানোর সময় তা ছিটকে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।

আরও পড়ুন: মসজিদে বিস্ফোরণ: ৩৭ পরিবারকে ৫ লাখ টাকা করে দেয়ার নির্দেশ

ভয়েস টিভি/এসএফ

You may also like