Home সারাদেশ পাবনায় গাঁজা ও ট্রাকসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পাবনায় গাঁজা ও ট্রাকসহ দুই মাদক ব্যবসায়ী আটক

by Newsroom

পাবনা অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। ২০ জানুয়ারি বুধবার ভোরে সদরের গাছপাড়া বাইপাস মোড়ে চেকপোষ্ট বসিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, নাটোর জেলা সিংড়া বন্দর আমতলা এলাকার মো. খালেক রহমানের ছেলে ট্রাক চালক মো. মোস্তাফিজুর রহমান (২৯) ও সিরাজগঞ্জ শাহাজাদপুর জামুতিয়া এলাকার নবাব আলী মোল্লার ছেলে মো. আবু হানিফ (১৮)।

র‌্যাব-১২ সিপিসি-২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদে ভিত্তিতে জানতে পারেন ট্রাক যোগে মহাসড়কে গাঁজার চালান পাচার করা হচ্ছে। এ খবরে র‌্যাব সদস্যরা গাছপাড়া বাইপাস মোড়ে চেকপোষ্ট বসিয়ে একটি দ্রুতগামী ট্রাকে তল্লাসী চালিয়ে ২৮ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় ওই দুইজনকে আটক করা হয়।

র‌্যাব জানায়, আটকদের জিজ্ঞাসাবাদ করে জাো গেছে তারা দীর্ঘদিন ধরে গাঁজা এনে অত্র এলাকাসহ দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা রুজু করা হয়েছে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like