Home সারাদেশ গাইবান্ধায় এলইডি লাইটের আলোয় বিপাকে পথচারিরা

গাইবান্ধায় এলইডি লাইটের আলোয় বিপাকে পথচারিরা

by Newsroom

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় সড়ক ও মহাসড়কে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। কারণ সন্ধ্যা নামলেই অটোরিক্সা, মাহিন্দ্রা, মটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে ব্যবহার করা হয় এলইডি লাইট। এ লাইট চোখে পড়লে তীব্র আলোয় পথ চলতে সমস্যায় পড়ছে পথচারিরা। কারণ আলোর তীব্রতা এতোই বেশি যে বিপরীত দিকের কিছুই ঠিকমতো দেখা যায়না। ফলে ঘটছে দুর্ঘটনা।

গাইবান্ধা শহরের বিভিন্ন উপজেলায় দিন দিন বাড়ছে এলইডি লাইটের ব্যবহার। সন্ধ্যা নামলে সড়কে এলইডি লাইট জ্বালিয়ে দাপিয়ে বেড়াচ্ছে যানবাহন। এই লাইটের আলোর তীব্রতায় সাধারণ মানুষের পথ চলতে সমস্যা তৈরি হচ্ছে। এতে প্রতিনিয়ত দূর্ঘটনার সম্মুখীন হচ্ছে তারা। তাই যানবাহনে এ লাইট ব্যবহার বন্ধের দাবি তাদের ।

শহরের ব্যস্ততম সড়কে অটোরিকশা, ইজিবাইক, মাহিন্দ্রা, নসিমন, করিমন ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে এলইডি লাইট দেখা যায়। আলো বেশি হওয়ায় এই লাইট ব্যবহার বেড়েছে বলে জানান চালকরা।

এদিকে পুলিশ সুপার মুহাম্মদ তৈাহিদুল ইসলাম জানালেন, এলইডি লাইটের ক্ষতিকর দিক এবং চালকদের সতর্ক করতে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক কর্মসূচি চলছে।

এডিট: সায়িকা সাম্মা

You may also like