Home সারাদেশ গাইবান্ধায় মহাসড়কের দুইপাশে সবজি চাষ ও ফল গাছ রোপণ

গাইবান্ধায় মহাসড়কের দুইপাশে সবজি চাষ ও ফল গাছ রোপণ

by Newsroom

গাইবান্ধা প্রতিনিধি: অব্যবহৃত জায়গায় সবজি ও ফল চাষ, অর্থ-পুষ্টি বারোমাস- এই স্লোগানে গাইবান্ধা-সাঘাটা আঞ্চলিক মহাসড়কের দু’ধারে কয়েক কিলোমিটার এলাকায় সবজি চাষ ও ফল গাছ রোপণ করা হয়েছে। সারাদেশে সবজি চাহিদা মেটাতে এই উদ্যোগ বাস্তবায়নের কথা জানালেন কৃষি বিভাগ।

সম্প্রতি প্রধানমন্ত্রীর দেয়া নির্দেশে অব্যবহৃত জায়গায় সবজি ও ফলের গাছ রোপনে কাজ করছে কৃষি বিভাগ। এরইমধ্যে গাইবান্ধা- সাঘাটা আঞ্চলিক মহাসড়কের দুইধারে ১ কিলোমিটার এলাকায় অব্যবহৃত জায়গায় চাষ করা হয়েছে সবজি। এভাবে সবজি চাষ করে নিজেদের চাহিদা মিটিয়ে বাজারেও বিক্রি করছে কৃষকরা।

এভাবে রাস্তার পাশে পরিত্যক্ত জায়গায় সবজি চাষ করে জীবিকা নির্বাহ করছে স্থানীয় অনেকে। যা দেখে উদ্বুদ্ধ হচ্ছে আশপাশের এলাকার অনেকে। আগামিতে সারাদেশে এই প্রকল্প বাস্তবায়নের কথা জানালেন ইনোভেশন আইডিয়ার কর্মকর্তা মো: রেজওয়ানুল ইসলাম।

সারাদেশে এই উদ্যোগ ছড়িয়ে দিতে পারলে আগামীতে দেশের সবজি চাহিদা মেটানো সম্ভব বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

You may also like