Home সারাদেশ গাইবান্ধায় পানিবন্দি দিন কাটাচ্ছে ২০ হাজার পরিবার

গাইবান্ধায় পানিবন্দি দিন কাটাচ্ছে ২০ হাজার পরিবার

by Newsroom
পানিবন্দি দিন কাটাচ্ছে

গাইবান্ধা : ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা গাইবান্ধার চার উপজেলায় ঢলে বন্যার সৃষ্টি হয়েছে । পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ২০ হাজার পরিবার। এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট।
জেলার বন্যা কবলিত এলাকা ঘুরে দেখা যায়, উজান থেকে নেমে আসা ঢলে গত কয়েকদিনে গাইবান্ধা সদর , ফুলছড়ি , সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলার উপর দিয়ে তিস্তা পানি, হরিপুর ও কাপাসিয়া পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানিবন্দি হয়ে পড়েছে কামারজানি, ফজলুপুর গুপ্ত মনিচর, বেলকা, হরিপুর, কাপাসিয়া, শ্রীপুর, চন্ডিপুর ইউনিয়নের প্রায় ২০ হাজার পরিবার।ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার একক জমির মৌসুমি ফসল ও মাছের ঘের। গৃহপালিত পশু নিয়েও বিপাকে পড়েছে বন্যা কবলিতরা। এসব এলাকায় বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের সংকট দেখা দিয়েছে।

গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন জানিয়েছেন, বন্যা মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। বন্যায় অসহায় হয়ে পড়া মানুষদের সরকারি সহযোগিতা ছাড়াও সমাজের সকলের একসাথে এগিয়ে আসতে হবে।

ভয়েসটিভি/গাইবান্ধা প্রতিনিধি/সুফল/দেলোয়ার

You may also like