Home সারাদেশ গাইবান্ধায় মানবেতর দিন কাটাচ্ছে মানসিক ভারসাম্যহীনরা

গাইবান্ধায় মানবেতর দিন কাটাচ্ছে মানসিক ভারসাম্যহীনরা

by Newsroom

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় খাবারের অভাবে মানবেতর দিন কাটাচ্ছে মানসিক ভারসাম্যহীন মানুষরা। করোনার কারণে বেশীরভাগ হোটেল বন্ধ থাকায় খাবার পাচ্ছে না তারা। এরআগে তারা অলিগলি ঘুরে রেস্তোরা বা বিভিন্ন দোকানির দেয়া খাবারেই পেট চালাতো।

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রায় দীর্ঘ প্রায় আড়াইমাস দেশ জুড়ে ছিলো সাধারন ছুটি। এসময় নিত্যপণ্য ও ওষুধ ছাড়া সব ধরণের দোকাণ বন্ধ থাকায় গাইবান্ধায় অর্ধাহার-অনাহারে দিন কাটায় মানসিক ভারসাম্যহীনরা। বর্তমানে সাধারন ছুটি শিথিল হলেও খোলেনি বেশিরভাগ দোকান। তাই এখনো অনাহারেই দিন কাটছে। এইসব মানুষদের বাঁচাতে বিত্তবান ও প্রশাসনের কাছে দাবি জানিয়েছে স্থানীয়রা।

এদিকে, মানসিক ভারসাম্যহীনদের মাধ্যমে করোনার সংক্রমণ ছড়িয়ে পরার সম্ভাবনা বেশি থাকায় তাদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ নজর দেয়ার দাবি মানবাধিকার কর্মিদের।

তবে এসব অসহায় মানুষের খাবারের পাশাপাশি চিকিৎসাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন পুলিশ সুপার তৌহিদুল ইসলাম। অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসবে সরকারসহ সমাজের সব শ্রেণী পেশার মানুষ এমনটাই প্রত্যাশা গাইবান্ধাবাসীর।

রিপোর্ট: সাইফুল ইসলাম সাগর রাজ
এডিট: সাজিয়া আক্তার

You may also like