Home সারাদেশ গাইবান্ধায় স্বাস্থ্যবিধি না মেনে নৌকায় চলাচল করছে যাত্রীরা

গাইবান্ধায় স্বাস্থ্যবিধি না মেনে নৌকায় চলাচল করছে যাত্রীরা

by Newsroom

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে নৌকায় চলাচল করছে যাত্রীরা। জীবানুনাশক, মাস্কসহ স্বাস্থ্য বিধি মানছে না কেউ। এতে বেড়েই চলছে করোনা ভাইরাস বিস্তারের আশঙ্কা। করোনা সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।

সম্প্রতি করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার পরও সাধারন মানুষের দুর্দশা কমাতে সাধারন ছুটি প্রত্যাহার করা হয়েছে। কিন্তু কঠোরভাবে স্বাস্থ্য বিধি মেনে চলার নির্দেশনা দেয়া হলেও নদী চলাচলকারী এ বিধি মোটেও মানছে না। সময় ও ভাড়া কম হওয়ায় নৌ-পথেই ঢাকা ফিরছে অধিকাংশ যাত্রী।

ঈদের পর থেকেই নিজ কর্মস্থলে যেতে প্রতিদিনই এই গাইবান্ধার বালাসীঘাটে ভীড় করছে কর্মজীবীরা। এখানে প্রতিটি নৌযানই ৫০-৬০ জন যাত্রী নিয়ে চলাচল করছে। কিন্তু বেশীরভাগ যাত্রীর মুখেই নেই মাস্ক। গন্তব্য যাচ্ছেন অনেকটাই গাদা গাদি করে।

তবে যাত্রীদের মাস্ক পড়া বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে পাঠানো হচ্ছে বলে দাবি করলেন ঘাট ইজারাদারের প্রতিনিধি। এদিকে, নৌকা চলাচলকারীদের স্বাস্থ্যবিধি মেনে চলাচলের নির্দেশনা দিলেন জেলা পুলিশ সুপার। আর নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

করোনা সংক্রমণ বিস্তাররোধে এ ধরণের অসচেতনতার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

You may also like