Home সারাদেশ তাহিরপুরে গাছের সঙ্গে বেঁধে সাংবাদিক নির্যাতন

তাহিরপুরে গাছের সঙ্গে বেঁধে সাংবাদিক নির্যাতন

by Shohag Ferdaus
নির্যাতন

অবৈধভাবে বালু উত্তোলনের ছবি তুলতে গিয়ে সুনামগঞ্জের তাহিরপুরে কামাল হোসেন (৩০) নামে এক সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন। ওই সাংবাদিককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেছে স্থানীয় এক বালু-পাথর খেকো চক্র।

১ ফেব্রুয়ারি সোমবার দুপুরে উপজেলার যাদুকাটা নদীর পাড়ের ঘাগটিয়া বাজারে জনসম্মুখে এ ঘটনা ঘটে। সাংবাদিক কামাল হোসেন দৈনিক সংবাদ ও সিলেটের দৈনিক শুভ প্রতিদিনের তাহিরপুর প্রতিনিধি ও তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পেয়ে সাংবাদিক কামাল হোসেন ছবি তুলতে যান। এসময় স্থানীয় ঘাগটিয়া গ্রামের রইস মিয়া ও দ্বীন ইসলামের নেতৃত্বে বালু খেকো একটি চক্র হামলা করে আহতাবস্থায় টেনে হিঁচড়ে ঘাগটিয়া বাজারে এনে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে মারধর করেন।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলার বাদাঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই মাহমুদুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। আহত সাংবাদিকের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক।

সাংবাদিক কামাল হোসেন জানান, যাদুকাটা নদীতে তীর কেটে অবৈধভাবে বালু উত্তোলনের ছবি তুলতে গেলে বালু খেকো ঘাগটিয়া গ্রামের রইস মিয়া, দ্বীন ইসলাম, মাহমুদুল ইসলামসহ একটি চক্র তার ওপর হামলা চালিয়ে মারাত্মক আহত করেন। এসময় তার সঙ্গে থাকা মোবাইল, ক্যামেরা ও মোটরসাইকেল তারা ছিনিয়ে নিয়ে যায়।

তাহিরপুর উপজেলার বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাহমুদুল হাসান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে তাহিরপুর হাসপাতালে ভর্তি করি। তার কাছ থেকে নিয়ে যাওয়া মোটরসাইকেল ও মোবাইল ফোনটি উদ্ধারের চেষ্টা করছি। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভয়েস টিভি/এসএফ

You may also like