Home সারাদেশ গাছে গাছে ঝুলছে ব্যানার-ফেস্টুন, হুমকিতে পরিবেশ

গাছে গাছে ঝুলছে ব্যানার-ফেস্টুন, হুমকিতে পরিবেশ

by Newsroom

মানিকগঞ্জে আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে গাছে গাছে পেরেক দিয়ে ব্যানার ও ফেস্টুন টানানো হচ্ছে। এতে করে গাছগুলো রোগাক্রান্ত হয়ে পড়ছে। এছাড়া এসব ব্যানারের কারণে শহরে বাহ্যিক সৌন্দর্য্য নষ্ট হচ্ছে।

স্থানীয়রা জানান, মানিকগঞ্জ পৌরসভা প্রথম শ্রেণির হলেও দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি গত কয়েক বছরেও। প্রতিবার নির্বাচন এলেই নানা প্রতিশ্রুতি নিয়ে হাজির হন প্রার্থীরা। সঙ্গে প্রচার প্রচারণার অংশ হিসেবে পৌর এলাকার শহরের বিভিন্ন গাছে ব্যানার ফেস্টুন টানানোর ধুম পড়ে যায়। এতে করে একদিকে যেমন শহরের সৌন্দর্য্য নষ্ট হচ্ছে, অন্যদিকে রোগাক্রান্ত হয়ে মারা যাচ্ছে গাছগুলো। এ ব্যাপারে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে পৌরবাসী।

সরেজমিনে দেখা যায়, মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনের তফসিল এখনও ঘোষণা হয়নি। কিন্তু বাসস্ট্যান্ড থেকে শুরু করে পৌর এলাকার অলিতে গলিতে গাছে ঝুলছে ব্যানার ফেস্টুন। শুধু নির্বাচনী প্রচারণাই নয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লিনিক ইত্যাদির মুখরোচক বিজ্ঞাপনও ঝোলানো হচ্ছে। পেরেকের কারণে গাছগুলো পচন ধরেছে।

পৌর এলাকার সাইফুল নামে এক ব্যাক্তি বলেন, পৌর এলাকায় এখন ব্যানার ফেস্টুনে ভরে গেছে। অনেকে আবার রাজনৈতিক নেতাদের সঙ্গে ছবি দিয়ে নিজেকে নেতা জাহির করতেও ফেস্টুন ঝুলিয়েছে। দ্রুত এগুলো সরানোর জন্যে প্রশাসনের দৃষ্টি আর্কষণ করছি।

নাম প্রকাশ না করার শর্তে আরও একজন বলেন, পৌর নির্বাচনের বাকি আরও বেশ কিছুদিন। তবে বাসা থেকে বের হলে মনে হয় নির্বাচন কাল।

মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সাইদুস সাকলাইন বলেন, গাছেরও আমাদের মত জীবন আছে। পেরেক লাগানোর ফলে গাছের কোষ নষ্ট হয়ে যায়।  পরবর্তিতে ওখানে ইনফেকশন হয় এবং পোকামাকড় আক্রমণ করে রোগাক্রান্ত করে। এছাড়া জাইলিম ভেসেল ও ফ্লয়েলের ব্যাঘাত ঘটিয়ে গাছের জীবনী শক্তি দূর্বল করে দেয়। গাছ শুধু আমাদের বন্ধু না, আমাদের জীবন। এ কারণে আমাদের সচেতন হতে হবে।

এ বিষয়ে জেলা প্রশাসক এসএম ফেরদৌস বলেন, শহরে বিভিন স্থানে গাছে বিলর্বোড, ব্যানার, ফেস্টুন ঝুলানো আছে এটি আমি দেখেছি। যত দ্রুত সম্ভব আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like