Home সারাদেশ গাজীপুরে পোশাক শ্রমিক ধর্ষণের অভিযোগে তিনজন আটক

গাজীপুরে পোশাক শ্রমিক ধর্ষণের অভিযোগে তিনজন আটক

by Newsroom
পরিমাণ

গাজীপুরে পোশাক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। ২২ অক্টোবর বৃহস্পতিবার তাদেরকে আটকের বিষয়টি জানান কোনাবাড়ি জোনের সহকারী কমিশনার থোয়াইং অংপ্রু মারমা।

আটক তিনজন হলেন, ময়মনসিংহের হালুয়াঘাট থানার গোবরকুড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে আমিনুল ইসলাম (২৮), গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুরের হাজী মার্কেট এলাকার আলী হোসেনের ছেলে শাহাদাত (৩২) ও বগুড়া জেলার আদমদীঘি থানার আলীম মিয়ার ছেলে বাইজীদ (২৭)।

শ্রমিকরা জানায়, মহানগরের কাশিমপুর সারদাগঞ্জ এলাকার আরব ফ্যাশন লিমিটেড নামের পোশাক কারখানার এক নারী শ্রমিক বুধবার রাতে ছুটির পর বাসায় ফেরার পথে ৫-৬ জন যুবক তাকে রাস্তা থেকে জোরপূর্বক তুলে নেয়। স্থানীয় স্কয়ার গেট এলাকার নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে ওই ভুক্তভোগীর পরিবারকে মোবাইলে কল দিয়ে পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

এ ঘটনায় বিচার দাবিতে বৃহস্পতিবার সকালে তার সহকর্মীরা কাশিমপুর থানার সামনে বিক্ষোভ করে। পরে পুলিশ এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে জানয়।

গোপন সূত্রে জানা গেছে, বিষয়টি জানাজানি হলে পুলিশ প্রথমে আক্তারুজামান, এমারত হোসেন ও আমিনুল ইসলামকে আটক করে। পরে অভিযান চালিয়ে বাইজীদ ও শাহাদাতকে আটক করে। তবে এখনো এমারত ও আমিনুলের আটকের কথা স্বীকার করেনি পুলিশ।

আরও পড়ুন: মরদেহ হাসপাতালে রেখে পালিয়েছে স্বামী-শাশুড়ি

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি জোনের সহকারী কমিশনার থোয়াইং অংপ্রু মারমা জানান, এঘটনায় জড়িত আমিনুল ইসলামকে কাশিমপুর এলাকায় তার ভাড়া বাসা থেকে এবং শাহাদাত ও বাইজীদকে ঘটনাস্থলের পাশে জঙ্গল থেকে আটক করা হয়েছে।

আটককৃত তিনজনই ধর্ষণের ঘটনার সাথে জড়িত বলে ধারণা করা হচ্ছে। ভুক্তভোগী ওই শ্রমিককে ডাক্তারী পরীক্ষার জন্যে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like