ঢাকা: নিজের নিরাপত্তার জন্য সরকারের কাছে গানম্যান চেয়ে আবেদন করেছেন বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার আইনজীবী এহসানুল হক সমাজী। এরইমধ্যে আবেদনটি আইন সচিবের কাছে পাঠানো হয়েছে।
২৮ আগস্ট শুক্রবার সকালে অ্যাডভোকেট সমাজী নিজেই এ বিষয়টি সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন।
সমাজী বলেন, এ মামলাটি অত্যন্ত স্পর্শকাতর, তাই আমি মনে করি মামলাটি সুষ্ঠুভাবে পরিচালনা করতে নিরাপত্তা নিশ্চিত হওয়া দরকার সবার আগে। তাই আমার সার্বিক নিরাপত্তার জন্য ২ সেপ্টেম্বরের আগে গানম্যান চেয়ে আবেদন করেছি।
গত ২ জুলাই সরকার আবরার ফাহাদ হত্যা মামলায় অ্যাডভোকেট সমাজীকে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিযুক্ত করে। এরপর ২৪ আগস্ট বুয়েট কর্তৃপক্ষও তাদের আইনজীবী হিসেবে সমাজীকে নিয়োগ দেয়।
২০১৯ সালে ৬ অক্টোবর দিবাগত রাত ৩টার দিকে বুয়েটের শেরে বাংলা হলে ছাত্র আবরারকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। পরে ৭ অক্টোবর চকবাজার থানায় হত্যা মামলা করেন আবরারের বাবা। ওই মামলায় গোয়েন্দা পুলিশ ২৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। আসামিদের মধ্যে ২২ জন কারাগারে ও তিনজন পলাতক রয়েছেন।
ভয়েস টিভি/টিআর