Home বিনোদন নিত্যপণ্যের দাম বাড়ায় গানে গানে হিরো আলমের প্রতিবাদ!

নিত্যপণ্যের দাম বাড়ায় গানে গানে হিরো আলমের প্রতিবাদ!

by Roman Kabir

দিন দিন বাড়ছে নিত্যপণ্যের দাম, মানুষের মধ্যে নাভিশ্বাস! দামের উর্ধগতিতে এ জন্য গানে গানে প্রতিবাদ করছে হিরো আলম! যথারীতি এই গানটি এখন ভাইরাল সামাজিক মাধ্যমে।

২৩ ফেব্রুয়ারি বুধবার সোস্যাল মিডিয়ায় ‘নিত্যপন্যের দাম বাড়ছে’ শিরোনামে গানটি প্রকাশ করে হিরো আলম। গানটি লিখেছেন বিনোদন সাংবাদিক আকাশ নিবির আর মিউজিক করেছেন মমো রহমান। গানটি দেখা যাচ্ছে হিরো আলমের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও পেজ থেকে।

হিরো আলম গানটি সম্পর্কে জানান, আলু-পেঁয়াজ-তেলের দামসহ সব কিছু দাম এখন অনেক বেশি। দেশে একজনের বেতন যদি ৩০ হাজারও হয় তাতে করে বাসাভাড়া আর বাচ্চাদের পড়াশুনা করতেই সব টাকা শেষ। অন্যদিকে একজন ব্যাচেলর যদি ঢাকায় থাকে তার মাসে থাকার খরচ হয় ১০ হাজার টাকার মতো। সেখানে নিত্যপন্যের দাম যদি এভাবে বাড়তে থাকে তাহলে আমাদের মতো গরীব মানুষের কি হবে?

আরও পড়ুন: বছরজুড়ে বেড়েছে নিত্যপণ্যের দাম

তিনি বলেন, বর্তমানে করোনা পরিস্থিতিতে দেশ যখন স্থবির। সেখানে মানুষ তো আগে বেঁচে থাকতে হয়। পরে না হয় ফ্লাট-গাড়ী-বাড়ী কিনা যাবে।

তিনি আরও বলেন, এখন তো অনেকেই ক্ষমতার গরমে চলে। টাকা দিয়ে পুরস্কার কিনে। অনেকেই ভয়ে কথা বলতে পারে না। তাই আমার এই প্রতিবাদীমূলক গান করা। কেউ তো কথা বলতে ভুলে গেছে। তাই আমি আমার মতো করে প্রতিবাদ শুরু করলাম। বাকীটা আপনাদের উপর ছেড়ে দিলাম। তবে নিত্যপণ্যের দাম অবশ্যই কমাতেই হবে।

প্রতিবাদ হিসেবে সবাইকে গানটি শেয়ার করার অনুরোধ করেন হিরো আলম। তিনি সব সময় অন্যায়ের প্রতিবাদ করেন বলেও দাবি করেন তিনি।

ভয়েসটিভি/আরকে

You may also like