Home খেলার খবর আনুশকার প্রতিক্রিয়ায় যা বললেন গাভাস্কার

আনুশকার প্রতিক্রিয়ায় যা বললেন গাভাস্কার

by Shohag Ferdaus
গাভাস্কার

আইপিএলে পাঞ্জাবের বিপক্ষে বাজে পারফরম্যান্সের কারণে আনুশকাকে জড়িয়ে বিরাট কোহলিকে নিয়ে ‘বাজে’ মন্তব্য করেছেন দেশটির জীবন্ত কিংবদন্তি সুনীল গাভাস্কার।

২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে দুবাই স্টেডিয়ামে আইপিএলের ৬ষ্ঠ ম্যাচে এক রানে কোহলি আউট হয়ে সাজঘরে ফিরে যাওয়ার সময় ওই বাজে মন্তব্যটি করেন ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার।

সুনীল গাভাস্কারের সেই মন্তব্যের জেরে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেন কোহলিপত্মী অভিনেত্রী আনুশকা শর্মা।

ইনস্টাগ্রামে দেয়া আনুশকার সেই পোস্টের পর পাল্টা জবাব দিয়েছেন গাভাস্কার।

২৫ সেপ্টেম্বর শুক্রবার ইন্ডিয়া টুডেকে দেয়া সাক্ষাৎকারে গাভাস্কার বলেছেন, ‘ধারাভাষ্যে সে সময় কথা হচ্ছিল যে, লকডাউনের কারণে খেলোয়াড়রা খুব কম অনুশীলনের সুযোগ পেয়েছে। যার ছাপ মাঠে পড়েছে। রোহিত, ধোনিরা ঠিকঠাক খেলতে পারেনি, কোহলিও পারেনি। অনুশীলনের ঘাটতির কারণে বেশিরভাগ ব্যাটসম্যানেরই সমস্যা হয়েছে। ওই আলোচনা প্রসঙ্গে আমি কোহলি-আনুশকার সেই ভিডিওর প্রসঙ্গে কথা বলেছি। আমরা ভিডিওতে দেখেছি, নিজেদের বিল্ডিং কমপাউন্ডে আনুশকা বোলিং করছে আর কোহলি ব্যাট করছে। এখানে সেই ঘটনাকে উদ্দেশ্য করে ওই কমেন্ট করেছি। আমি আর কোনো শব্দ ব্যবহার করিনি। এখানে আনুশকাকে দোষ দেয়া হলো কীভাবে আর আমার মন্তব্যটা অশ্লীল কী করে হলো আমি বুঝি না। ’

গাভাস্কার স্পষ্ট করে বলেন, ‘আমি আবারও বলছি, কোহলি-আনুশকার অনুশীলনের ভিডিওতে যা দেখেছি, শুধু তাই বলেছি। কারণ লকডাউনের মধ্যে কোহলি তো শুধু আনুশকার বোলিংয়ের বিপক্ষেই খেলার সুযোগ পেয়েছে। এটা জাস্ট ফান ক্রিকেট। এখানে কোহলির ব্যর্থতার জন্য আনুশকাকে দায় দেয়া হলো কীভাবে? কেউ এটাকে ভুলভাবে উপস্থাপন করলে আমার কী করার থাকে?’

আরও পড়ুন: গাভাস্কারের ‘চটুলতায়’ চটেছেন আনুশকা

এর আগে বৃহস্পতিবার রাতে কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে ৯৭ রানের বিশাল ব্যবধানে হারে কোহলির ব্যাঙ্গালুরু। সেদিন ব্যাট করতে নেমে মাত্র একরানে আউট হয়ে সাজঘরে ফেরেন কোহলি।

কোহলির এমন বাজে পারফরম্যান্সকে বোঝাতে গিয়ে সেদিন ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার হিন্দি ভাষায় বলে ওঠেন, ‘ইনহোনে লকডাউন মে বাস আনুশকা কি গেন্দোঁ কি প্র্যাকটিস কি হ্যায়।’ যার বাংলা অর্থ – ‘কোহলি লকডাউনে শুধু আনুশকার বলেই অনুশীলন করেছেন।’

পরে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ইনস্টামে আনুশকা লেখেন, ‘মিস্টার গাভাস্কার আপনাকে আমি শ্রদ্ধা করি। ভারতীয় ক্রিকেট ইতিহাসের একজন কিংবদন্তী তারকা আপনি। তাই আপনার মুখ থেকে এমন মন্তব্য আসায় আরও বেশি আহত করেছে। আপনার মন্তব্য অসভ্যতার সামিল। একজন ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে আপনি ক্রিকেট নিয়ে কথা বলবেন এটাই স্বাভাবিক। বিরাটের ভালো পারফর্মেন্সের প্রশংসা করবেন, খারাপ হলে সমালোচনা করবেন এটাও স্বাভাবিক। কিন্তু এমন চটুল মন্তব্য আপনার মতো মানুষের মুখে শোভা পায় না।’

ভয়েস টিভি/এসএফ

You may also like