Home খেলার খবর গার্দিওলার সঙ্গে চুক্তি বাড়াতে মেসিকে দলে চায় ম্যানসিটি

গার্দিওলার সঙ্গে চুক্তি বাড়াতে মেসিকে দলে চায় ম্যানসিটি

by Shohag Ferdaus
গার্দিওলার

সেতিয়েন পরবর্তী বার্সা কোচ রোনাল্ড কোম্যানের নির্দেশে ক্লাবের প্রি-সিজন ট্রেনিংয়ে মেসি যোগ দেবেন। কদিন আগে এমন কথা শোনা গেলেও এখন ক্লাবটির মেডিকেল টেস্টই দিচ্ছেন না আর্জেন্টাইন ফরোয়ার্ড। এমনটাই বলছে ইউরোপের কয়েটি গণমাধ্যম।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ভরাডুবির পর ক্লাবেই আসছেন না বেশিরভাগ ফুটবলার। আপাতত অনুশীলনের কোনো সম্ভাবনা নেই মেসিরও।

প্রাক-মৌসুমে ক্যাম্প শুরুর আগে মেডিকেল টেস্টের জন্য বেশ ক’জন বার্সা খেলোয়াড় রিপোর্ট করলেও এখনো কাতালান ক্লাবটির প্রথম স্কোয়াডের বেশিরভাগই সাড়া দেননি।

এদিকে মেসির পরের ঠিকানা হওয়ার দৌড়ে এগিয়ে থাকা ম্যানচেস্টার সিটির পরিকল্পনা, বর্তমান কোচ পেপ গার্দিওলার সঙ্গে আরও তিন বছরের চুক্তিতে আসবে তারা যদি বার্সা তারকাকে দলে টানতে পারেন।

ভয়েসটিভি/এসএফ

You may also like