নিপুন হাতের কারুকাজে চালের ছোট ছোট দানায় লেখা হলো ভগবত গীতার সমস্ত শ্লোক। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আর প্রায় দুঃসাধ্য কাজটি করেছেন তেলেঙ্গানার এক আইনের ছাত্রী। সোশ্যাল মিডিয়ায় তার এই কীর্তির কথা প্রকাশ্যে আসতেই প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।
জানা গেছে, পুরো ভগবত গীতা লিখতে ৪ হাজার ৪২টি চালের দানা ব্যবহার করেছেন রামাগিরি স্বারিকা নামে ওই ছাত্রী। সবমিলিয়ে সময় লেগেছে ১৫০ ঘণ্টা। এমনকি ব্যবহার করেননি আতস কাঁচও।
স্বারিকা বলেন, ‘আমি চার হাজার ৪২টি চালের দানায় ভগবত গীতার সমস্ত শ্লোক লিখেছি। গোটা কাজটি করতে ১৫০ ঘণ্টা সময় লেগেছে।’
তিনি আরও বলেন, ‘ছোট থেকেই শিল্প এবং সংগীতের প্রতি বিশেষ আকর্ষণ ছিল। এজন্য বহু পুরস্কারও পেয়েছি। চার বছর আগে থেকে আমি মাইক্রো আর্ট তৈরি করছি। এর আগে একটি চালের দানায় গনেশের ছবি কিংবা একটি দানাতেই ২৬টি ইংরেজি অক্ষর লিখেছি।’
তিনি জানান, তাকেই ভারতের প্রথম মাইক্রো আর্টিস্ট বলা হয়। ২০১৭ সালে ইন্টারন্যাশনাল অর্ডার অব বুকস এবং ২০১৯ সালে নর্থ দিল্লি কালচারাল অ্যাকাডেমি থেকে পুরস্কারও জিতেছিলেন তিনি। এখনও পর্যন্ত তৈরি করেছেন দু’হাজারেরও বেশি মাইক্রো আর্টওয়ার্ক।
সম্প্রতি চুলের মধ্যে ভারতীয় সংবিধানের গোটা প্রস্তাবনা লিখে নজিরও গড়েছিলেন তিনি। এজন্য তেলেঙ্গানার রাজ্যপাল তাকে তামিলসাই সৌন্দরাজন পুরস্কারও দিয়েছিলেন।
ভয়েস টিভি/এসএফ